1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১৯শে রজব, ১৪৪৬ হিজরি

গ্রামের নদীতে মাশরাফির কাঁদা মাখামাখি, খুনসুটি

  • প্রকাশিতঃ বুধবার, ১ মে, ২০২৪

বাংলাদেশ ক্রিকেট দলের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক, টানা দুইবারের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ; মাশরাফি বিন মুর্তজার নামের সঙ্গে যুক্ত আছে অসংখ্য বিশেষণ। তবে নড়াইলে গ্রামের বাড়িতে গেলেই ভিন্ন এক মাশরাফিকে দেখা যায়। ছুটে যান এখানে-সেখানে, আড্ডায় মাতেন শৈশবের বন্ধুদের সঙ্গে।

খুনশুটিতে মেতে ওঠা মাশরাফিকে দেখা গেল আজও। নড়াইলের আলো-বাতাসে বেড়ে ওঠা সাবেক এই পেসার বন্ধুদের সঙ্গে নেমে পড়লেন মধুমতি নদীতে। চলল কাঁদা মাখামাখি, মেতে উঠলেন হৈ-হুল্লোড়ে, যেন কিশোর বয়সের সেই কৌশিক (মাশরাফির ডাকনাম, এই নামেই ডাকেন এলাকার মানুষ)।

মাশরাফির খুনশুটির তেমনই একটি ভিডিওতে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। সেটি দেখে কে বলবে এই অঞ্চলেরই টানা দুইবারের সংসদ সদস্য মাশরাফি। গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৮৬ হাজার ৬১ ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাশরাফি। এই আসন থেকেই ২০১৮ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

মূলত, তীব্র তাপপ্রবাহ থেকে একটু স্বস্তি পেতেই নদীতে বন্ধুদের সঙ্গে নেমে পড়েন মাশরাফি। কারণ, নড়াইলে চলছে তীব্রপ্রবাহ। আর সংসদ সদস্য হওয়ায় প্রচণ্ড গরম উপেক্ষা করেই নানা অনুষ্ঠানে যোগ দিতে হয়েছে মাশরাফিকে।

মাশরাফির জাতীয় দলের অধ্যায় শেষ হয়েছে অনেক আগেই। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২০ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে। তবে জাতীয় দলে না খেললেও খেলার মাঠ থেকে হারিয়ে যাননি মাশরাফি। নানা ব্যস্ততার ফাঁকেও খেলেছেন চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলা মাশরাফি এক ম্যাচে ৫ উইকেট নিয়ে দেখিয়েছেন বুড়ো হাড়ের ভেল্কিও।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD