সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছেন লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা।
আজেন্টিনা দলের সেরা খেলােয়ার ও ৭ বারের ব্যালনডিওয়র জয়ী লিওনেল মেসি কাতার বিশ্বকাপ জয় করার জন্য খেলতে যাচ্ছে এবং ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে শেষ করতে চান হালের এই সেনশেসন ফুটবলার।
বিশ্বকাপে মেসির আরেকটা রেকর্ড হতে যাচ্ছে, মেসি এই বিশ্বকাপ খেলার মধ্যে দিয়ে ৫ টি বিশ্বকাপ ফুটবল খেলার গৌরব অর্জন করেবেন আর্জেটাইন হয়ে, যেটি আগে কেউ পারেনি নিজ দেশ আর্জেন্টাইন হয়ে।
দিয়াগো ম্যারাডোনা ও হাভিয়ার মাচেরানা ৪ টি করে বিশ্বকাপ খেলেছেন নিজ দেশের হয়ে সেক্ষেত্রে, মেসিই আর্জেন্টিনার একমাত্র ফুটবলার যে ৫ টি বিশ্বকাপ খেলার সাক্ষী আছেন।