পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দ্বিতীয় ইনিংসের প্রথম দফায় ৩ ওভারে বাংলাদেশ ১ উইকেটে ১০ রান তোলার পর নামে বৃষ্টি। দ্বিতীয় দফায় খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ ৭.২ ওভারে ১ উইকেটে তোলে ৪৪ রান। পরে দ্বিতীয় উইকেট জুটিতে পঞ্চাশ পার করেন তানজিদ হাসান তামিম আর নাজমুল হোসেন শান্ত।
তবে জুটিতে পঞ্চাশ পেরোনোর পর উইকেট বিলিয়ে এসেছেন বাংলাদেশ অধিনায়ক। ২৪ বলে ২১ রানের ইনিংসে মাত্র একটি বাউন্ডারি হাঁকান তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯.৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬২ রান। তানজিদ তামিম ৩০ বলে ৩৫ আর তাওহিদ হৃদয় ১ বলে ১ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য খুব বড় নয়, ১২৫ রানের। কিন্তু লিটন দাস ওপেনিংয়ে নেমে ফের ব্যর্থতার পরিচয় দিয়েছেন। টানা অফফর্মের কারণে ওয়ানডে দলে জায়গা হারিয়েছেন। মাঝে ঢাকা প্রিমিয়ার লিগে এক ম্যাচে ফিফটি পেয়েছেন। কিন্তু জাতীয় দলে ফিরে সেই আগের চেহারায় লিটন।
জিম্বাবুয়ের মতো প্রতিপক্ষ পেয়েও রানে ফিরতে পারলেন না। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ৩ বলে ১ রান করে জিম্বাবুয়ে পেসার মুজারবানির বলে বোল্ড হয়ে ফিরেছেন লিটন দাস।
এর আগে ৪১ রানে জিম্বাবুয়ের ছিল না ৭ উইকেট। মনে হচ্ছিল, টাইগার বোলারদের তোপে অল্পতেই গুটিয়ে যাবে তাদের ইনিংস। কিন্তু অষ্টম উইকেট জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। বিপর্যয় কাটিয়ে শেষ পর্যন্ত ১২৪ রান তুলে অলআউট হয় জিম্বাবুয়ে।
বৃহস্পতিবার (৩ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।