সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়ার পোস্টে গানের বানান ভুল লিখে কটাক্ষের শিকার হয়েছেন টলিউডের ‘গ্ল্যামার কুইন’ নুসরাত জাহান। তার পোস্টে বিরূপ মন্তব্য করেছেন নেটিজেনরা।
নুসরাত জাহান যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা গেছে, শাড়ি পরে বাগানে ফুলের গায়ে হাত বোলাচ্ছেন। আর এই ছবির ক্যাপশনে ভুল বানানে ‘আমার ভিতর বাহির অন্তরে অন্তরে’ গানটি লিখলেন নুসরত। সেই লেখায় রয়েছে একাধিক বানান ভুল।
নুসরাতের এই কাণ্ডে রীতিমতো হইচই পড়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইনস্টাগ্রামে কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী। অনেকেই বলছেন, ইদানিং নুসরাত শুধু ভুলই করে যাচ্ছেন। ভুল করা তার অভ্যাস!
কয়েক মাস আগেই ১৪৪ ধারাকে ১৭৪ ধারা বলে ট্রোলড হয়েছিলেন অভিনেত্রী। এমনকি, উত্তপ্ত সন্দেশখালিতে না যাওয়ায় সমালোচনার মুখেও পড়েছিলেন নুসরাত। নেটিজেনরা কিন্তু ট্রোলের সময় সেই প্রসঙ্গও টেনে আনছেন।