1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

এবার সেরা একাদশ যাচাইয়ের পালা

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ মে, ২০২৪
দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাকি আছে সপ্তাহ তিনেক। বিশ্বকাপে অংশ নেওয়া প্রত্যেকটি দল যখন তাদের স্কোয়াড ঘোষণা করছে, বাংলাদেশ তখনও পরীক্ষা-নিরীক্ষায় পার করছে ব্যস্ত সময়। বলা হচ্ছে, বিশ্বকাপের দলটা জমা দেওয়া হয়েছে আইসিসিতে। তবে শেষ মুহূর্তে বদল আনার যে সুযোগ রয়েছে সেটিই নিতে চাচ্ছে বাংলাদেশ। তাই এখনই ঘোষণা করা হচ্ছে না দল। তবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুটি ম্যাচে যে দলটা খেলবে সেটিই হতে যাচ্ছে বিশ্বকাপের দল।
সিরিজের প্রথম তিনটি ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন ধ্রুব। তারা ছিলেনও না বিশ্বকাপের পরিকল্পনায়। তবে ওয়ার্কলোড কমাতে শেষ দুটি ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে শরিফুল ইসলামকে। ফিরেছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। শেষ পরীক্ষার জন্য দলে রেখে দেওয়া হয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে।
তৃতীয় ম্যাচের আগেই সহকারী কোচ নিক পোথাস বলেন, সিরিজ নিশ্চিত করার পর হবে পরীক্ষা-নিরীক্ষা। সেভাবেই এগোচ্ছে বাংলাদেশ দল। ঢাকা ফেরার আগে তৃতীয় ম্যাচেই নিশ্চিত হয়েছে সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে বাকি ম্যাচ দুটিকে এখন আনুষ্ঠানিকতা বলাই যায়। এই ভেবেও বিশ্রামে রাখা যায় দলকে, তবে সেই ফুসরত নেই। চট্টগ্রামে ম্যাচের পর বিরতির দিনে দলকে বিশ্রামে রাখা হলেও চতুর্থ ম্যাচের আগে শেরেবাংলা স্টেডিয়ামের মূল মাঠ, ইনডোর মিলে কঠোর অনুশীলন করেছেন চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

প্রায় তিনশ দিন পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরতে যাচ্ছেন সাকিব। প্রথম তিন ম্যাচের দলে না থাকলেও শেষ দুটি ম্যাচ খেলতে ফিরেছেন এই বাঁহাতি অলরাউন্ডার। ফুরফুরে মেজাজে থাকা সাকিব ব্যাটে-বলে লম্বা সময় ধরে অনুশীলন করার পর সতীর্থদেরও খেয়াল রেখেছেন পুরোটা সময়জুড়েই। কখনো হাথুরুসিংহের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, কারও ভুল হলে সেটিও শুধরে দেওয়ার চেষ্টা করেছেন। এই টি-টোয়েন্টি বিশ্বকাপটা সাকিবের শেষ আসরও হতে পারে। তাই হয়তো বাড়তি মনোযোগ এই অলরাউন্ডারের।
আইপিএল খেলে দেশে ফেরা মোস্তাফিজুর রহমানও বিশ্রাম শেষ করে যুক্ত হয়েছেন দলের সঙ্গে। জিম্বাবুয়ে সিরিজে নামার আগে বোলিং অনুশীলনটা সেরে নিয়েছেন, তালিম দিয়েছেন সতীর্থদের।
দলে ফিরতে পেরে মোস্তাফিজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘জাতীয় দায়িত্বে ফিরে আনন্দিত।’ বিশ্বকাপ দলের পরিকল্পনায় রয়েছেন সৌম্য সরকার। দলে এই ওপেনারকে রাখার জন্য বেশ পরিশ্রম করে যাচ্ছেন কোচরা। ফিটনেস ইস্যুতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিনটি ম্যাচ খেলতে না পারলেও শেষ দুটি ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে তার। তবে অনুশীলনে সৌম্যকে বেশি দেখা গেছে ফিটনেস নিয়ে কাজ করতে। প্রথম তিনটি ম্যাচ জিতলেও ব্যর্থ ছিলেন টপ-অর্ডারের ব্যাটাররা। বিশেষ করে লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক শান্তকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কিছু না থাকলেও শেষ দুটি ম্যাচের একাদশে সৌম্য ফিরলে বাদ পড়তে পারেন লিটন। সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হওয়া তানজিদ হাসান তামিম প্রমাণ করেছেন নিজেকে, পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে জেতান দলকে।
তবে পরীক্ষা-নিরীক্ষার আদলে বিশ্বকাপের দলটাই যে আজ মাঠে নামছে সেটি বলার অপেক্ষা রাখে না।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD