নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের প্রথম জানাজা রাত নয়টায় চট্টগ্রামের বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় তার বাবা বাবা ডা. মো. আমান উল্লাহ ও এয়ার ভাইস মার্শার মোঃ মফিদুর রহমান উপস্থিত ছিলেন।
এদিকে, শুক্রবার সকালে ঢাকার বিএএফ বাশার ঘাঁটিতে তাঁকে সম্মান জানাতে বিদায়ী কুচকাওয়াজ হবে। পরে হেলিকপ্টারে করে তার মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি মানিকগঞ্জে। পরে জুমার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।