1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

হেলিকপ্টারে বিদেশি বধূ নিয়ে বাড়ি ফিরলেন প্রবাসী

  • প্রকাশিতঃ শনিবার, ১১ মে, ২০২৪

বিদেশি বধূ নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরেছেন এক সিঙ্গাপুর প্রবাসী। আজ শনিবার দুপুর ১টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কর্ণসূতি দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠে হেলিকপ্টার থেকে নামেন তারা। এই দম্পতিকে এক নজর দেখতে ঈদগাহ মাঠে শত শত নারী-পুরুষ ভিড় করেন।

কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের মৃত মকুল প্রামাণিকের ছেলে সিঙ্গাপুর প্রবাসী রেজাউল ইসলাম। তার স্ত্রী জানু ইন্দোনেশিয়ান বংশোদ্ভূত সিঙ্গাপুরের নাগরিক। পেশায় ব্যাংকার। তাদের আগমন উপলক্ষে আগামীকাল রবিবার নিজ বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দেশে ফেরার খবরে তাদের দেখতে এলাকার মানুষ ঈদগাহ মাঠে ভিড় করেন। এ সময় হেলিকপ্টার থেকে রেজাউল ইসলাম তার স্ত্রী জানুকে নিয়ে মাঠে নামলে স্থানীয়রা তাদের ফুল দিয়ে শুভেচ্ছ জানান।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল ১৫-১৬ বছর ধরে সিঙ্গাপুরে একটি কোম্পানিতে কাজ করছেন। কাজের সুবাদে ওই নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। এরপর সেখানেই বিয়ে করেন।

প্রবাসী রেজাউল ইসলাম বলেন, ‘দীর্ঘ দিন ধরে প্রবাসে থাকি। ইচ্ছে ছিল বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে করে বাড়ি ফিরব। সেই স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে বাড়ি ফেরা। এতে নিজের কাছেই ভালো লাগছে।’

রেজাউল ইসলামের চাচা বদিউজ্জামান ফেরদৌস বলেন, ‘রেজাউল ছোট থাকতেই ওর বাবা মারা যান। ওর বাবা বেঁচে থাকলে নিশ্চয়ই খুশি হতেন। সিঙ্গাপুর থেকে আমার ভাতিজা ইন্দোনেশিয়ার এক নারীকে বিয়ে করে হেলিকপ্টারে করে বাড়ি ফিরবে, এ খবরে এলাকাবাসী খুব আগ্রহ নিয়ে দেখতে এসেছেন। আমাদেরও ভালো লাগছে। কাল সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছি পারিবারিকভাবে। আপনারাদেরও দাওয়াত দিচ্ছি।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD