২০২৪ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। শনিবার (১১ মে) তিন দেশের বিপক্ষে হোম সিরিজের সময় সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। যেখানে রয়েছে নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিতব্য বাংলাদেশের সঙ্গে তিন ফরম্যাটের সিরিজ সূচিও।
ক্যারিবিয়ানদের ডেরায় ২টি টেস্ট, তিন ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ২২ নভেম্বর, অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি দুই দল। আর ৩০ নভেম্বর, জ্যামাইকায় হবে সিরিজের শেষ তথা দ্বিতীয় টেস্ট।
৮, ১০ এবং ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তিন ওয়ানডে। ওয়ানডে সিরিজের সবকয়টি ম্যাচ হবে সেন্ট কিটসে। আর ১৫, ১৭ এবং ১৯ ডিসেম্বর হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সীমিত ওভারের এই সিরিজের সবকয়টি ম্যাচ হবে সেন্ট ভিন্সেটে।