নিউজিল্যান্ড ও ভারতের মধ্যেকার সিরিজের ২য় টি-টোয়েন্টি ম্যাচে টাই হয়েছে। ক্রিকেট ইতিহাস এমন ঘটনা এর আগে একবার ঘটেছে।
মাল্টা ও জিব্রাল্টার মধ্যেকার ডি এস আরে বৃষ্টি বিঘ্নিত ম্যাচ টাই হয় এর আগে, এবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে ডি আর এসে বৃষ্টি বিঘ্নিত ম্যাচ টাই হয়।
প্রথমে ব্যাটে করে নিউজিল্যান্ড ১৯.৪ বলে করে ১৬০ রান, ১৬১ রানের জয়ের লক্ষ্য ব্যাট করতে নেমে ৯ ওভারে ৪উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ৭৫ রান।
ম্যাচের মাঝেই বৃষ্টি হানা দিলে এবং বৃষ্টি আর না থামলে, আম্পায়ার বৃষ্টি আইনে দু দলের মধ্যেকার ২য় টি-২০ ম্যাচ টাই ঘোষণা করে যেটি ক্রিকেট বিশ্বে দ্বিতীয় ঘটনা।