1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

হঠাৎ বৃষ্টিতে যা করবেন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
সারা দিন রোদ আর গরম থাকলেও কখনো কখনো হুট করে চলে আসে বৃষ্টি। দেহ ও মনে দিয়ে যায় শীতল পরশ। আবহাওয়ার এমন আচরণ মনে কবিতা জাগালেও এর বিড়ম্বনাও কম নয়। হুট করে বৃষ্টিতে ভিজে গেলে একরকম বিপদেই পড়তে হয় ভেজা জামাকাপড় নিয়ে। গায়ে বৃষ্টির পানি পড়লে সর্দি, কাশি এমনকি জ্বরেও পড়তে পারেন। মুঠোফোন কিংবা অফিস ব্যাগ ভিজে গেলে তো যন্ত্রণার অন্ত নেই। এ জন্য প্রয়োজন বাড়তি কিছু সতর্কতা। হঠাৎ বৃষ্টি এলে কী করবেন চলুন জেনে নিই।
কোথাও আশ্রয় নিন : রাস্তায় চলতে গেলে হঠাৎ বৃষ্টি এলে সঙ্গে ছাতা থাকলে মাথার ওপর মেলে ধরুন। হালকা বৃষ্টি হলে গন্তব্য স্থানে ছাতা নিয়ে পৌঁছাতে পারেন। ভারি বৃষ্টি হলে সুবিধামতো কোনো জায়গায় গিয়ে দাঁড়ান।
শুকিয়ে নিন চুল : বৃষ্টিতে চুল ভিজে গেলে যত দ্রুত সম্ভব চুল শুকিয়ে ফেলুন। বৃষ্টিতে ভিজে এসে এসির মধ্যে থাকবেন না। মিনিট পাঁচেক থাকলেও ঠান্ডা লেগে যেতে পারে। মনে রাখবেন মৌসুমি বৃষ্টির পানিতে চুলের ক্ষতিকারক অনেক উপাদান থাকে। চুলে বৃষ্টির পানি লাগতে না দেওয়ার চেষ্টা করবেন। এ জন্য স্কার্ফ বা ক্যাপ ব্যবহার করতে পারেন। এতে চুল সরাসরি ভিজবে না। বৃষ্টিতে ভেজা চুল শুকনো কাপড় বা তোয়ালে দিয়ে মুছে ফেলুন। বাতাসে শুকানোর চেয়ে মুছে ফেলাটা ভালো।

ভেজা পোশাক : বৃষ্টির দিনগুলোতে কী ধরনের পোশাক পরা যাবে তা নিয়ে অনেক দিন ধরেই বেশ গবেষণা হচ্ছে। সুতির পোশাকই এমন দিনে পরিধান করা ভালো। গরম থেকেও বাঁচা যায় আবার দ্রুত শুকিয়ে যাওয়ার বৈশিষ্ট্যের জন্যই এটি পরতে মত দিয়েছেন গবেষকরা। একটি সিনথেটিক কিটব্যাগ রাখতে পারেন সঙ্গে। যেখানে আরেকটি পোশাক রাখতে পারেন বিকল্প হিসেবে।
জরুরি জিনিসপত্র : জরুরি কাগজপত্র, মানিব্যাগ ইত্যাদি বৃষ্টির হাত থেকে বাঁচাতে একটু বাড়তি সতর্কতা প্রয়োজন। অনেক সময় এগুলো ভিজে গেলে পড়তে হয় কঠিন বিড়ম্বনায়। কাগজপত্র নিরাপদ রাখতে ওয়াটার প্রুফ ব্যাগ ব্যবহার করুন। এ ক্ষেত্রে প্লাস্টিকের ফাইল বেশ কার্যকর। মানিব্যাগের জন্য ছোট্ট একটি পলিব্যাগ রাখতে পারেন মানিব্যাগের ভেতরেই।
ইলেকট্রনিক সামগ্রী : আকাশে মেঘের ঘনঘটা দেখলে সবথেকে বেশি আতঙ্কে থাকতে হয় ইলেকট্রনিক সামগ্রী নিয়ে। বিশেষ করে মোবাইল, হাতঘড়ি, ল্যাপটপ, ট্যাব, ক্যামেরা বৃষ্টিতে ভিজে গেলে আর্থিক ক্ষতিতেও পড়তে পারেন। এসব যন্ত্র পানির সংস্পর্শে এলে বিকল হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এগুলোকে বৃষ্টি থেকে সুরক্ষিত রাখতে ব্যবহার করুন পানি নিরোধক ব্যাগ। আর কোনোভাবে এসব যন্ত্রে পানি প্রবেশ করলে সঙ্গে সঙ্গে ব্যাটারির সংযোগ খুলে ফেলুন। ভালো শুকনো কাপড় দিয়ে ব্যাটারি পরিষ্কার করুন। পুরোপুরি না শুকালে পুনঃসংযোগ দেবেন না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD