1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

বিশ্বকাপ শুরুর আগেই ভারতের সেমিফাইনালের সূচি চূড়ান্ত!

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাত্র ১৮ দিন। আগামী ২ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে টুর্নামেন্টের নবম আসর। এরই মধ্যে অংশগ্রহণকারী প্রায় সব দলই নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে (পাকিস্তান ছাড়া)। ইতোমধ্যে শ্রীলঙ্কা বিশ্বকাপে অংশ নিতে দেশও ছেড়েছে।

তবে বিশ্বকাপের মাঠের লড়াই শুরুর আগেই নির্ধারণ হয়ে গেছে ক্রিকেটের পরাশক্তি ভারতের সেমিফাইনালের সূচি। বিশ্বকাপ মাঠে না গড়ালেও আইসিসির মেগা আসরটি দ্বিতীয় সেমিফাইনাল খেলবে রোজিত শর্মার দল। এমনটাই জানিয়েছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো

সংবাদমাধ্যমটি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ২৭ জুন গায়ানায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। ভারত যদি নকআউট পর্বে উঠতে পারে তবে তারা দ্বিতীয় সেমি খেলবে। আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ীই এই সূচি নির্ধারণ করা হয়েছে।

 

প্রথম সেমিফাইনাল হবে ত্রিনিদাদে, ওয়েস্ট ইন্ডিজের স্থানীয় সময় ২৬ জুন রাত সাড়ে ৮টায়। ওই সময় ভারতীয় সময় থাকবে ২৬ জুন ভোর ৬টা। দ্বিতীয় সেমিফাইনাল হবে গায়ানার সময় সকাল সাড়ে ১০টায়, ওই সময় টিভিতে প্রচুর দর্শকউপস্থিতি থাকা ভারতের সময় থাকবে রাত ৮টা। তাই ভিউয়ারশিপের কথা মাথায় রেখে ভারত দ্বিতীয় সেমিফাইনাল খেলবে।

এছাড়া বিশ্বকাপের ফাইনাল হবে বার্বাডোজের ব্রিজটাউনে, ২৯ জুন স্থানীয় সময় সকাল ১০টায়। ওই মুহূর্তে ভারতীয় সময় থাকবে সন্ধ্যা সাড়ে ৭টা। ফলে ওই ম্যাচটি ভারতীয় দর্শকদের দেখতে অসুবিধা হবে না। যদি ভারত ফাইনাল খেলে তাহলে ভিউয়ারশিপ পাওয়া নিয়ে দুর্ভাবনা থাকবে না আইসিসি ও টিভি সত্ত্ব পাওয়া প্রতিষ্ঠানের।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD