মাঝে বেশ কয়েক বার নিজেই জানিয়েছেন, একাকিত্বে ভুগছেন তিনি। তবে কি স্বামী রাকিবের কাছেই ফিরে যাবেন মাহি? সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই খুলে বললেন অভিনেত্রী।
সংবাদমাধ্যমকে মাহিয়া মাহি জানান, বিচ্ছেদ হবেই। কিন্তু, বিচ্ছেদেরও তো একটা প্রক্রিয়া থাকে, সেই কাজ চলছে। শিগগিরই বিচ্ছেদের চিঠি চলে যাবে তার স্বামীর কাছে। অথচ অভিনেত্রীর স্বামীর কণ্ঠে উল্টো সুর। তিনি মাহির সঙ্গে সংসার করতে চান। কিন্তু, মাহি কি ফিরতে চান স্বামীর কাছে?
সেই প্রসঙ্গে তিনি বলেন, আমি যখন কোনো সিদ্ধান্ত নিই, অনেক সময় নিয়ে যাচাই-বাছাই করেই সিদ্ধান্ত নিই। অনেক দিন পর্যবেক্ষণ করে, জেনে-বুঝেই এই সিদ্ধান্ত নিয়েছি। তার সঙ্গে এক ছাদের নিচে আর ফিরব না। কারো সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেলেও তাকে নিয়ে একটা লাইনও খারাপ কথা বলতে পারি না। এটি আমার ভাল গুণ, না খারাপ গুণ, বুঝি না আমি।