1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,
২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

২০২৬ থেকে শুরু হচ্ছে ফিফা নারী ক্লাব বিশ্বকাপ

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ মে, ২০২৪

২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে শুরু হতে যাচ্ছে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ। ৪ বছর পরপর অনুষ্ঠিত হবে ১৬ দলের এই টুর্নামেন্ট। আজ বুধবার বেইজিংয়ে ফিফার কংগ্রেস মিটিংয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্বব্যাপী নারীদের ক্লাব ফুটবলের বিকাশ এবং স্বীকৃতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। খবর গোল ডটকমের।

টুর্নামেন্টটি এমনভাবে সাজানো হয়েছে যাতে ইউরোপিয়ান লিগ, নারী চ্যাম্পিয়ন্স লিগের সময়ের সঙ্গে সাংঘর্ষিক না হয়। বৈশ্বিক ফুটবল ক্যালেন্ডারের সঙ্গেও ভালোভাবে মেলানো হয়েছে এই টুর্নামেন্ট। যুক্তরাষ্ট্রে ন্যাশনাল উইমেনস সকার লিগ সাধারণত মার্চে শুরু হয়। তাই জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের সময়ের সঙ্গে উইমেনস সকার লিগের সময়ও সাংঘর্ষিক হবে না।

নারী ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী আসরে খেলতে পারে বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন বার্সেলোনা, ন্যাশনাল উইমেনস সকার লিগের চ্যাম্পিয়ন এনওয়াই গথাম এফসি, কোপা লিবার্তোদোরেস ফেমেনিনার শিরোপাধারী করিন্থিয়ানসের মতো ক্লাবগুলো।

২০২২ সালের ডিসেম্বরে বিশ্বব্যাপী নারী ক্লাব প্রতিযোগিতা শুরুর ইচ্ছা প্রকাশ করেছিল ফিফা। এর আগে, বড় পরিসরে পুরুষ ক্লাব বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দেয় ফিফা। সেটিও হবে চার বছর পরপর। ২০২৫ সালের গ্রীষ্মেই শুরু হচ্ছে সেই টুর্নামেন্ট।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD