1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

চুমু দেওয়ার চেষ্টা করেছিলেন জয়, অভিযোগ নায়িকার 

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

 

সম্প্রতি চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে খবরের শিরোনামে উঠে আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। চিকিৎসক পাত্রীই নাকি এই নায়ক বিয়ে করতে যাচ্ছেন এমন খবরও শোনা যায়। অন্যদিকে গুঞ্জন উঠেছে অভিনেত্রী ও চিকিৎসক মিষ্টি জান্নাতই নাকি সেই পাত্রী।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে নায়িকা কথা বললেও স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

আর এতেই চটেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। 

অভিনেতার ভাষ্য, ওই মেয়ে ভাইরাল হওয়ার জন্যই শাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন। শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না।

তবে জয়ের এমন মন্তব্যে ক্ষুদ্ধ মিষ্টি জান্নাত। নায়িকা বলেন, ‘জয় ভাইয়াকে দেখলাম, তিনি বলছেন- ওই যে একটা মেয়ে, শাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান। তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী, যেটা মিলে গেছে। তাদের বিয়ে হলেও সেটা টিকবে না। ’ এটা উনি কীভাবে জানল? কীভাবে বলল? এটা আমার প্রশ্ন।

চিত্রনায়িকা আরও বলেন, সে বলল, ওই যে একটা মেয়ে। এটা কেন বলবে? আমি কষ্ট পেয়েছি। যদি সে সিনিয়র না হতেন, তাহলে তাকে ধরে থাপড়াতাম। তার প্রোগ্রামে গেলেও এমন করে। আমাকে অফস্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টাও করেছেন তিনি। আমার কাছে সেসবের ভিডিও আছে। সে অনেক নেগেটিভ কথা বলে। সে আমাকে চেনে। গত পরশুদিন আমাকে টেক্সট করে বলেছে, মিষ্টি কোথায় আছো? চলো লং ড্রাইভে যাই। অথচ, এমন একটা ভাব নিলো, সে আমাকে চেনেই না।

 

নায়িকা মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে শুরু করেন রুপালি পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD