দেখতে দেখতে শেষের পথে চলতি আইপিএল। জমে উঠেছে প্লে-অফে যাওয়ার লড়াই। এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের। বাকি দুই জায়গার জন্য লড়ছে অন্য দলগুলো। এর মধ্যে অনেক ক্রিকেটার ফিরেছেন নিজের দেশে। শুরু হয়েছে তাদের বিশ্বকাপ ব্যস্ততা। যেমনটা বাংলাদেশের পেসা তারকা মুস্তাফিজের ক্ষেত্রেও হয়েছে।
আইপিএলের মাঝ পথেই দেশে ফিরেছিলেন মুস্তাফিজ। আইপিএল ছাড়লেও মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস তাকে মনে রেখেছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই বাংলাদেশি পেসারকে শুভকামনা জানিয়েছে চেন্নাই।
বৃহস্পতিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজের একটি ছবি পোস্ট করেছে চেন্নাই। ফ্যাঞ্চাইজিটি সেখানে ক্যাপশনে লিখেছে, ‘তোমাকে শুভকামনা ফিজ।’
চেন্নাইয়ের হয়ে আইপিএল মাতাসো মুস্তাফিজ জাতীয় দলের ব্যস্ততার কারণে গত ২ মে দেশে ফিরেন। দলটির হয়ে খেলতে নেমে দারুণ ফর্মে ছিলেন ফিজ। চেন্নাইয়ের প্রথম ম্যাচেই বাঁ হাতের জাদু দেখিয়ে ম্যাচসেরা হয়েছিলেন মুস্তাফিজ। ৪ উইকেট নিয়ে আইপিএলে নিজের সেরা বোলিংটাই করেছিলেন কোহলির বেঙ্গালুরুর বিপক্ষে।