এলপিএলের (লঙ্কা প্রিমিয়ার লিগ) আসন্ন আসরের জন্য মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে আগেই দলে ভিড়িয়েছে ডাম্বুলা থান্ডার্স। এবার জানা গেছে দলগুলোর সরাসরি চুক্তির পাশাপাশি ধরে রাখা ক্রিকেটারদের নামও।
যেখানে মুস্তাফিজের ডাম্বুলা থান্ডার্সে আছেন দিলশান মাধুশঙ্কা, নুয়ান থুসারা, প্রভীন জয়াবিক্রমা, ইব্রাহিম জাদরানরা।
আগামীকাল (২১ মে) অনুষ্ঠিত হবে এবারের এলপিএল নিলাম। তবে ইতোমধ্যে প্রকাশ হয়েছে দলগুলোর সরাসরি চুক্তি ও ধরে রাখা ক্রিকেটারের তালিকা।
মুস্তাফিজ এবারই প্রথম খেলবেন এলপিএল। বল হাতে চেন্নাইয়ের জার্সিতে আইপিএলটা দারুণ কাটিয়েছেন এই বাঁহাতি। আপাতত ব্যস্ত আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে।
বিশ্বকাপের আগেই বাংলাদেশ খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজ। আগামীকাল এলপিএল নিলামের দিনই মাঠে নামবে টাইগাররা, খেলবে প্রথম টি-টোয়েন্টি।
এদিকে নিলাম আগামীকাল হলেও এলপিএলের এবারের আসর মাঠে গড়াবে বিশ্বকাপের ঠিক পর। ১ জুলাই উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াতে পারে।
নিলামে নাম আছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের। যেখানে উল্লেখযোগ্য তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদরা।