1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

এলপিএল দল পেলেন না তামিমও

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ মে, ২০২৪

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলাম একের পর এক বাংলাদেশি খেলোয়াড়কে উপহার

দিচ্ছে হতাশা।

তাসকিন আহমেদকে কলম্বো স্ট্রাইকার্স দলে ভেড়ালেও বাকিদের

প্রতি আগ্রহই দেখাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো।

নিলামে দল পাননি শান্ত, লিটন, মুশফিকরা।

বিপিএলে ফরচুন বরিশালকে শিরোপা এনে দেওয়া তামিম ইকবালও

প্রথম ডাকে থাকলেও অবিক্রীত।

এলপিএলের নিলামে প্রথম ডাকে অবিক্রীত থাকলেন তামিম ইকবাল।

ব্যাটসম্যান ক্যাটাগরিতে তামিমের নাম ডাকা হলে কেনার জন্য কোনো দলই আগ্রহ দেখায়নি।

এবারের নিলামে তামিমের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৪০ হাজার ডলার।


এবারের নিলামে বাংলাদেশিদের মধ্যে সর্বপ্রথম নাম ওঠে লিটন দাসের।
৩০ হাজার ভিত্তিমূল্যে লিটনকে কিনতে আগ্রহ দেখায়নি কেউই।

৫০ হাজার ডলার ভিত্তিতে উইকেটকিপার ক্যাটাগরিতে থাকা মুশফিকুর রহিমকেও কেনেনি কোনো দল।


এরপর নিলামে ওঠে তাসকিন আহমেদের নাম। ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে তাকে দলে ভেড়ায় কলম্বো স্ট্রাইকার্স।
 তাসকিনের জন্য একমাত্র কলম্বো স্ট্রাইকার্সই বিড করেছিলো।
অন্য কোন দল বিড না করায় কলম্বো বিনা বাঁধায় তাসকিনকে দলে পেয়ে যায়।

 

 


গতবার এলপিএলে জাফনা কিংসের হয়ে দর্শক মাতিয়েছিলেন তাওহীদ হৃদয়।
বাংলাদেশের এই তরুণ তারকা সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। এরপরেই এবার তাকে দলে টানেনি কোনো ফ্র্যাঞ্চাইজিই। ৪০ হাজার ডলার ভিত্তিমূল্যের হৃদয় অবিক্রীতই থেকে গেছেন।

দল পাননি বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
জিম্বাবুয়ে সিরিজে রান করতে ব্যর্থ শান্ত সাম্প্রতিককালে সমালোচিত হচ্ছেন স্ট্রাইকরেট নিয়ে। এলপিএলেও কোনো দল আগ্রহ দেখায়নি তাকে নিয়ে।

এলপিলের নিলামে এবার একের পর এক বিস্ময় উপহার দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এখনও দল পাননি পাথুম নিশাঙ্কা, রাসি ভ্যান ডার ডুসেন, মার্টিন গাপটিল কিংবা কুশাল পেরেরার তারকারা। 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD