1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১৪ই শাবান, ১৪৪৬ হিজরি

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ মে, ২০২৪

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দেশের ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রাপ্ত ফলাফলে দেশের বিভিন্ন উপজেলায় এখন পর্যন্ত যারা বিজয়ী হয়েছেন তাদের তালিকা তুলে ধরা হলো।

নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম স্বপন ঘোড়া প্রতীক নিয়ে ১ লাখ ১৫ হাজার ২৫২ ভোট পেয়ে  বিজয়ী হয়েছেন।

লালমনিরহাট: জেলার আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ৩৩ হাজার ১৩৫ ভোট পেয়ে টানা দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারুক ইমরুল কায়েস।

 

এ উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক মাইদুল ইসলাম সরকার বাবু (উড়জাহাজ) এবং ভাইস চেয়ারম্যান মহিলা পদে নির্বাচিত হয়েছেন ছামসুন নাহার মিলি (পদ্ম ফুল)।

ঝালকাঠি: জেলা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ৩৩ হাজার ৯৪৩ ভোট পেয়ে খান আরিফুর রহমান বিজয়ী হয়েছেন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে লস্কর আসিফুর রহমান দিপু ও ভাইস চেয়ারম্যান (মহিলা) উম্মে সালমা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে জেলার নলছিটি উপজেলায় সালাহউদ্দিন খান সেলিম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আর ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনিরুজ্জামান মনির এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে আয়শা আক্তার রিনা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বান্দরবান: জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে ১৫ হাজার ১৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তোফাইল আহামদ।

আর ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোহাম্মদ কামাল উদ্দিন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে সানজিদা আক্তারকে বিজয়ী হয়েছেন।

নীলফামারী: বিএনপি থেকে বহিষ্কৃত নেতা রিয়াদ আরফান সরকার (রানা) দোয়াত-কলম প্রতীকে ৩২ হাজার ৩৬৬ ভোট পেয়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩৬ হাজার ৬৩৬ ভোট পেয়ে চশমা প্রতীকের নির্বাচিত হয়েছেন মহসিন মণ্ডল মিঠু। অন্যদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্ম ফুল প্রতীকে ৩০ হাজার ৪৮৪ ভোট পেয়ে সানজিদা বেগম লাকী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী কাজী শাহজামান বাবুল বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২১ মে) রাতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ৩৭ হাজার ২০৯ ভোট পেয়ে নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন কাজী শাহজামান বাবুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সরদার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ২৩৭ ভোট।

সালথায় বিপুল ভোটে আবারও নির্বাচিত হয়েছেন মো. ওয়াদুদ মাতুব্বর। এর ফলে পরাপর দুই সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি।

উল্লেখ্য, সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত।  দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শেষে বিকেল চারটার পর থেকে শুরু হয় ভোট গণনা। সকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও পরে কিছুটা বাড়ে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।

২৪টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ভোট হয় ব্যালট পেপারে। দয়েক জেলায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি নির্বিঘ্নেই ভোট দেন ভোটাররা। ভোটের পরিবেশ নিয়ে কোনো অভিযোগ নেই প্রার্থীদেরও। নিবিঘ্ন ও শান্তিপূর্ণ ভোটের সব ব্যবস্থা আগে থেকেই নেয় নির্বাচন কমিশন। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে, প্রতিটি কেন্দ্রে জোরদার করা হয় নিরাপত্তা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মোট ভোটার ৩ কোটি ৫২ লাখের বেশি।

এর আগে গত ৮ মে অনুষ্ঠিত ‘ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলা নির্বাচনে শতকরা ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছিল বলে জানিয়েছিল নির্বাচন কমিশন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD