1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

ধৈর্য ধরো, বিচার হবে: আনারের মেয়েকে বলেছেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিতঃ বুধবার, ২২ মে, ২০২৪

 

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে চিকিৎসার জন্য গিয়ে নিখোঁজের ৮ দিন পর কলকাতার একটি এলাকায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে আনারের মরদেহ উদ্ধার হয়নি বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

আনার হত্যার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিন। প্রধানমন্ত্রী তাকে ধৈর্য ধরতে বলেছেন।

 

মুমতারিন ফেরদৌস ডোরিন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বুধবার (২২ মে) বিকেলে এক স্ট্যাটাসে এ তথ্য জানান। ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি আমার বাবার হত্যার বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলছেন, তুমি বলেছিলে আমি চেষ্টা করে খুঁজে পেয়েছি। ধৈর্য্য ধরো তুমি, বিচার হবে। ’

এর আগে আজ বিকেলে ডিবি কার্যালয়ে যান ডোরিন। সেখানে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি বাবা হত্যার বিচার দাবি করে সাংবাদিকদের বলেন, ‘আমি এতিম হয়ে গেলাম। যারা আমার বাবাকে হত্যা করেছে আমি তাদের বিচার চাই, ক্রস কিংবা ফাঁসিতে ঝুলতে দেখতে চাই। ’

সংসদ সদস্য আনারের দুই কন্যার মধ্যে ডোরিন ছোট। বড় কন্যা চিকিৎসক আর ছোটকন্যা ডোরিন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে পড়ছেন।

ডোরিন বলছেন, ‘সর্বশেষ বাবার সঙ্গে তার ভিডিও কলে কথা হয়েছিল। বাবা তাকে বলেছিলেন, তিনি দুদিনের মধ্যেই ভারত থেকে ফিরবেন। তিনি ঢাকায় ফিরে তাকে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাবেন। ’

পরিবার থেকে কাউকে সন্দেহ করা হচ্ছে কিনা জানতে চাইলে ডরিন বলেন, ‘আমরা এখনো কাউকে সন্দেহ করতে পারছি না। ’

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ বুধবার (২২ মে) রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের বলেন, ‘আমাদের ঝিনাইদহের একজন সংসদ সদস্য গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। ভারতে যাওয়ার দুদিন পর থেকে আমরা আর তার খোঁজখবর পাইনি। তার মেয়ে উদ্বিগ্ন হয়ে আমাদের জানায়। আমাদের পুলিশ ঘটনাটি নিয়ে ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিল। ’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা আজকে সকালে সুনিশ্চিত হয়েছি। ভারতীয় পুলিশ আমাদের জানিয়েছে, তিনি (আনোয়ারুল আজিম) খুন হয়েছেন। ইতোমধ্যে ভারতীয় পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে আমাদের পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে তিনজনকে আটক করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তদন্ত চলছে। ’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD