কাতার বিশ্বকাপের পোল্যান্ড বনাম মেক্সিকোর ম্যাচ গোলশূন ড্র হয়। ম্যাচের ৬২ শতাংশ বল পোল্যান্ডের পায়ে ছিল এবং ৩৮ শতাংশ বল মেক্সিকোর দখলে ছিল। খেলার ৫৮ মিনিটে পোল্যান্ড পেনাল্টি পেলেও সুযোগ হাতছাড়া করলো পোল্যান্ড মেক্সিকোর গোল রক্ষক গোল সেভ করেন।
পোল্যান্ড বনাম মেক্সিকোর ড্রয়ে গ্রুপ পর্বের শীর্ষ অবস্থা করছে সৌদি আরব।
এদিকে, রাতের অপর ম্যাচে কাতার সিটি এডুকেশনাল স্টেডিয়ামেে ডেনমার্ক ও তিউনিসিয়ার ম্যাচটিও গোল শূন্য ড্রয়। ২০১৮ সালের বিশ্বকাপে একটি ম্যাচ গোল শূন্য ড্র হয়েছে, এবার কাতার বিশ্বকাপে একই দিনে দুটি ম্যাচ ড্র হয়।