প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছে যুক্তরাষ্ট্র। তাই বাংলাদেশের লক্ষ্য এখন হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো।
শনিবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হিউস্টনের প্রেইরি ভিউ মাঠে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান তোলে যুক্তরাষ্ট্র। এখন হোয়াইটওয়াশ এড়াতে টাইগারদের দরকার ১০৫ রান।
টস জিতে যুক্তরাষ্ট্রকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতে সতর্কভাবে ব্যাটিং করতে থাকে যুক্তরাষ্ট্র। ভালো শুরুও পায় দলটি। তবে পঞ্চম ওভারে দলীয় ৪৬ রানে আন্দ্রিস গাউসকে (২৭) সাজঘরে ফেরান সাকিব আল হাসান। পরের ওভারে আরেক ওপেনার শায়ান জাহাঙ্গীরকে (১৮) ফেরান মুস্তাফিজ।
পরপর দুই ওভারে দুই উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি যুক্তরাষ্ট্র। মুস্তাফিজের বোলিংয়ে তোপে ১০৪ রানেই শেষ হয় যুক্তরাষ্ট্রের ইনিংস।
বাংলাদেশের হয়ে ছয় উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। এ ছাড়া তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন ও সাকিব আল হাসান নিয়েছেন একটি করে উইকেট।