নোয়াখালীর ভাষান চরের রোহিঙ্গাদের ৩৭ লাখ ডলার অনুদান দিবে বাংলাদেশের বন্ধু প্রতিম রাষ্ট্র জাপান। বাংলাদেশ সফরের আসা জাপানের রাষ্ট্রদূত রোহিঙ্গাদের এই আর্থিক অনুদানের কথা বলেন।
জাপানের দেওয়া অর্থ রোহিঙ্গাদের স্বাস্থ্য, নারী ও কন্যা শিশুদের লিঙ্গ সমতায় রক্ষা ও তরুণদের ক্ষমতায়ন লাগবে ব্যয় হবে।
বাংলাদেশ সফররত জাপানের রাস্ট্রদূত ইকো নাওকি বলেন, ২০১৭ সালে রোহিঙ্গারা বাংলাদেশের প্রবেশ করে যা বর্তমানে ৬ বছরে পা দিয়েছে।
জাপান বাংলাদেশের ইউএনএফএ এর মধ্যে আ জ ৩৭ লাখ ডলার অনুদানের চুক্তি সই হয়।মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে জাপান ২০১৭ সাল পযন্ত ১৭ কোটি ৫০ লাখ ডলার সহয়তা দিয়েছেন।
তাছাড়া, রোহিঙ্গাদের মিয়ানমারের প্রত্যাবর্তনের বিষয়টি জাপান সর্বোচ্চে জোর দাবি চালাচ্ছে।