1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

হার্দিকের সঙ্গে থাকার সময়ও সাবেক প্রেমিকের কাছে যেতেন নাতাশা!

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ মে, ২০২৪
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button

বেশ কিছু দিন ধরে ভারতীয় ক্রিকেট তারকা হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্তানকোভিচের বিচ্ছেদ নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে রয়েছে। এ নিয়ে সামাজিকমাধ্যমে চলছে নেটিজেনদের আলোচনা-সমালোচনা। হার্দিকের সঙ্গে সম্পর্কে থাকাকালীনই নাতাশা নাকি তার সাবেক প্রেমিক আলি গনির সঙ্গে কাটিয়েছেন অনেক দিন!

এর আগে ২০২০ সালের ৩১ মে গাঁটছড়া বাঁধেন ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও সার্বিয়ান মডেল-নৃত্যশিল্পী নাতাশা স্তানকোভিচ। বিয়ের পর থেকেই ইনস্টাগ্রামে নিজের নামের পাশে ‘পান্ডিয়া’ পদবি ব্যবহার করে আসছিলেন তিনি। এখন সেটি নেই। সেটি ইনস্টাগ্রাম থেকে মুছে দিয়েছেন নাতাশা।

আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন সূত্র জানায়, ২০২০ সালে মাঝসমুদ্রে আংটি পরিয়ে নাতাশাকে প্রথম প্রেম নিবেদন করেছিলেন ক্রিকেট তারকা হার্দিক পান্ডিয়া।  এরপরই তাদের বিয়ে হয়। সে বছরই ৩০ জুলাই তাদের প্রথম সন্তান অগস্ত্যের আগমন ঘটে। এরপর প্রায় চার বছর কেটে গেছে। কিন্তু হঠাৎ করেই তাদের সংসারে ঘটে ছন্দপতন।

এর আগে সম্পর্ক শুরু ছিল ২০১৮ সাল থেকে। একটি রেস্তোরাঁয় তাদের প্রথম দেখা হয়। সেখানে হার্দিকের সঙ্গে সম্পর্কে জড়ান নাতাশা। সেই সময় নাতাশা তার সাবেক প্রেমিক টেলিভিশন অভিনেতা আলি গনির সঙ্গে ‘নাচ বলিয়ে’ শোটি করেন। শোয়ে এসে তারা জানান— তাদের সম্পর্ক এর আগেও দুবার ভেঙেছে, ফের জোড়া লেগেছে। এই রিয়্যালিটি শোয়ে তৃতীয় স্থান পান নাতাশা। সেই সময় শোর কারণে একটা লম্বা সময় আলির সঙ্গে দেখা গিয়েছিল হার্দিক-পত্নীকে। শো শেষ হতেই তার ও হার্দিকের সম্পর্কের খবর জানাজানি হয়।

এদিকে হার্দিকের দাদা ক্রুনাল ও বৌদি পঙ্খুড়ি নাতাশার পোস্টে এখনো মন্তব্য করেছেন। সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় তাকে দেখা যায় বিদেশি এক বন্ধুর সঙ্গে। হার্দিকের কথা জিজ্ঞেস করতেই তিনি ধন্যবাদ বলেই পাশ কাটিয়ে চলে যান।
 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD