1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

আকাশছোঁয়া দাম, মৌসুমি ফল এখন শুধু বড়লোকদের খাদ্য

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ মে, ২০২৪

 

 

 

ভরা মৌসুমেও ফলের বাজার সাধারণের নাগালের বাইরে। বাজারে হু হু করে বাড়ছে মৌসুমি ফলের দাম। মৌসুমি ফলের অতিরিক্ত দামের জন্য ঘূর্ণিঝড় রিমালকে অজুহাত হিসেবে সামনে আনছেন বিক্রেতারা।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে মানভেদে প্রতি কেজি আম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। অথচ তিনদিন আগেও এই আম বিক্রি হয়েছে কেজিপ্রতি ৯০ থেকে ১০০ টাকায়।

ক্রেতারা বলছেন, বাজারে লিচু মিললেও দাম অনেক বেশি। প্রতি ১০০ লিচুর দাম হাঁকানো হচ্ছে ৩৫০ থেকে ৫৫০ টাকা।

 

 

ভোক্তাদের অভিযোগ, ব্যবসায়ীদের কারসাজিতে ২–৩ দিনের মধ্যেই বেড়েছে এসব মৌসুমী ফলের দাম। অবশ্য বিক্রেতাদের দাবি, ঝড়ের কারণেই দাম বেড়েছে।

 

 

এদিকে সপ্তাহের ব্যবধানে বাজারে কমেছে আপেলের দাম। বাজারে প্রতিকেজি সবুজ আপেল বিক্রি হচ্ছে ২৭০ টাকায়, আর লাল আপেল পাওয়া যাচ্ছে ২২০ থেকে ২৫০ টাকায়।

বাজারে মানভেদে প্রতিকেজি মাল্টা পাওয়া যাচ্ছে ২০০ থেকে ২৩০ টাকায়। এছাড়া কমলা ৩৫০ ও আংগুর বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা কেজিতে।

এদিকে বাজারে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। প্রতিকেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়।

তবে, বাজারে এখনো অস্থির ডিমের দাম। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD