1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হবে ৫৫টি

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ মে, ২০২৪

ওয়েস্ট ইন্ডিজের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট হলেও যুক্তরাষ্ট্রে এবারই প্রথম আয়োজন করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ৬টি ও যুক্তরাষ্ট্রের ৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের আসরের ৫৫টি ম্যাচ। দোসরা জুন ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ। আর, ২৯শে জুন ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোসের কেনসিংটন ওভাল স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী খেলা।

এবারই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। যৌথভাবে এই আসরের অপর আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। যুক্তরাষ্ট্রের ৩টি ভেন্যুতে হবে বিশ্বকাপের গ্রুপ পর্বের ১৬টি ম্যাচ। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে দোসরা জুন স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। ১৫ হাজার দর্শক ধারন ক্ষমতার এই স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ ছাড়া আরও ৩টি খেলা অনুষ্ঠিত হবে। এ মাঠেই আগামী ৮ই জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের ৩টি ভেন্যুর মধ্যে নিউ ইয়র্কে অবস্থিত নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ৩৪ হাজার। আগামী তেসোরা জুন দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যে খেলাটিই এই মাঠে প্রথম কোন ক্রিকেট ম্যাচ। একই ভেন্যুতে ৯ই জুন ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ১০ই জুন এই মাঠেই নিজেদের দ্বিতীয় খেলায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এছাড়া, আরো ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

যুক্তরাষ্ট্রের ক্রিকেট স্টেডিয়াম হিসেবে সবচেয়ে পরিচিত ফ্লোরিডার ব্রওয়ার্ড কাউন্টি স্টেডিয়াম। ২০১০ সালে এখানে হওয়া নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ম্যাচটিই এই মাঠে হওয়া প্রথম কোন ক্রিকেট খেলা। ২৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই মাঠে এবারের বিশ্বকাপের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রে এবার প্রথমবারের মতো হলেও এর আগে ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট হয়েছে। ২০১০ সালে অনুষ্ঠিত সেই আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। এবারের আসরে গ্রুপ পর্বের ২৪টি, সুপার এইট পর্বের ১২টি, ২টি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের ৬টি মাঠে।

ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ এবং টোবাগোতে অবস্থিত ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি মাঠে ২৭শে জুন অনুষ্ঠিত হবে প্রথম সেমি ফাইনাল। স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ১৫ হাজার। প্রথম সেমিফাইনাল ছাড়াও এ মাঠে আরো ৩টি খেলা অনুষ্ঠিত হবে। আসরের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে গায়ানাতে অবস্থিত প্রভিডেন্স স্টেডিয়ামে, ২৭শে জুন। ২০ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে মোট ৬টি খেলা অনুষ্ঠিত হবে।

আগামী ২৯শে জুন ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোসের কেনসিংটন ওভাল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের। ২৮ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী খেলা ছাড়াও ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া খেলা হবে ওয়েস্ট ইন্ডিজের আর্নোস ভেইল স্টেডিয়াম, ড্যারেন সামি ক্রিকেট স্টেডিয়াম ও স্যার ভিভিয়ান রিচার্ড্স স্টেডিয়ামে।

 

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD