1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
১৫ই রমজান, ১৪৪৬ হিজরি

নরম স্থানে আঘাত করলে লাগে বেশি: শাহনূর

  • প্রকাশিতঃ রবিবার, ২ জুন, ২০২৪

ঢাকাই সিনেমার এক সময়ের দর্শকপ্রিয় চিত্রনায়িকা শাহনূর। ক্যারিয়ারে ৬১টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। আগের মতো এখন অভিনয় খুব একটা নিয়মিত নন, তবে সরব আছেন ফেসবুকে। কাজের সবশেষ তথ্য আর সমসাময়িক নানা বিষয় নিয়ে প্রায়ই কথা বলেন ফেসবুকে।

তারই ধারাবাহিকতায় এবার শাহনূর লিখলেন নারীদের নিয়ে। তার কথায়, ‘মেয়েরা একটু রাগী হয়, জেদি হয়, অভিমানীও হয় কারণ এরা বাঁকা হাড় দিয়ে তৈরি। মেয়েদের আবেগ বেশি, ভালোবাসাও বেশি। মেয়েরা যতটা না অভিমানী হয়, তারচেয়ে বেশি ভালোবাসতে জানে। মেয়েদের দায়িত্ব-সেক্রিফাইস শিখাতে হয় না। এরা পরিস্থিতির স্বীকার হয়ে সবকিছু নিজের মতো শিখে যায়।’

এই চিত্রনায়িকা আরও লিখেছেন, ‘মেয়েদের মন খুব নরম হয়, এরা সহজেই মানুষকে আপন করতে পারে। সহজেই নিজের মনে অন্য কাউকে স্থান দিতে পারে। কথায় আছে “নরম স্থানে আঘাত করলে লাগে বেশি”, ঠিক তেমনি একটা মেয়ের মনে সামান্য আঘাত লাগলে প্রচুর কষ্ট পায়। মেয়েদের খুব যত্নে রাখতে হয়। মেয়েদের আবেগ, আহ্লাদ, ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD