সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে হিন্দুস্তান টাইমস বলছে, চলতি বছরেই শুটিং ফ্লোরে যাবে সৌরভের বায়োপিক। প্রায় বছর আড়াই আগে থেকে জল্পনা চলছে তার বায়োপিক নিয়ে।
সময় গড়ালেও, এই প্রোজেক্ট নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সৌরভ গাঙ্গুলির চরিত্রে থাকার গুঞ্জনে উপরের তালিকায় রয়েছে আয়ুষ্মান খুরানার নাম। একসময় দারুণ ক্রিকেট খেলতেন আয়ুষ্মান। শোনা যাচ্ছে, ব্যাট হাতে প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন এই অভিনেতা। তবে কবে সিনেমা আসবে পর্দায়, তা নিয়ে নেই কোনও তথ্য।
এরই মাঝে সৌরভ ফাঁস করেছেন, তার একমাত্র মেয়ে মা হিসেবে বেছে নিতে চাইছেন তৃপ্তি দিমরিকে। রাশ্মিকা মান্দানার কথা উঠলেও আপাতত তার জায়গায় নাম বসেছে তৃপ্তির। রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমেল’ সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করে আলোচনায় আসেন তৃপ্তি।
করণ জোহরের ‘ধড়ক ২’, কার্তিক আরিয়ানের সঙ্গে ভুলভুলাইয়ার সিক্যুয়েলের কাজ হাতে রয়েছে তৃপ্তির। এরই মাঝে, সৌরভকন্যা সানা চাইছেন পর্দার মা হয়ে উঠুক এই অভিনেত্রীই। তবে এতে আপত্তি নেই সৌরভের। মেয়ের মতের সঙ্গেই তার মত।
এর আগে শোনা গিয়েছিল বাংলার মহারাজের বায়োপিক পরিচালনা করবেন রজনীকান্ত কন্যা ঐশ্বর্য রজনীকান্ত। তবে বর্তমানে শোনা যাচ্ছে পরিচালকের আসনে থাকছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। যিনি এর আগে ‘লুটেরা’, ‘উড়ান’-এর মতো সিনেমা বানিয়েছেন। দাদার ক্রিকেট জীবন, প্রেম-বিয়ে, কলকাতার বাড়ি সবই থাকবে এই বায়োপিকে। মাঝে শোনা গিয়েছিল, চিত্রনাট্যে কড়া নজর ছিল সৌরভের। নিজের বায়োপিকে কোনও রকম ফাঁক রাখতে রাজি নন তিনি।