জামালপুরের সরিষা বাড়িতে আর্জেন্টিনার পতাকা ছিঁড়ে ফেলায় থানায় জিডি করলেন এক আজেন্টিনা সমর্থক। জামালপুর সরিষার বাড়ি উপজেলার মাসুদুর রহমান ১৮ নভেম্বর( শুক্রবার) আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে বিজেএমসি থেকে ডাকবাংলা পর্যন্ত পতাকা টানান, পতাকাটি ছিল ১ হাজার ৬০ ফুটের
আর্জেন্টিনা সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে গেলে ব্রাজিল সমর্থকরা মিছিল বের করেন। আর্জেন্টিনার পরাজয়ে মাসুদ নিজে অসুস্থ হয়ে পড়েন এবং রাতে কে বা কারা আর্জেন্টিনা পতাকা ছিড়ে ফেলেন।