টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে পাকিস্তান। যেখানে বাবর আজমদের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র। তার আগে পাকিস্তান শিবিরে স্বস্তির খবর। নিউইয়র্কে পাকিস্তান যে দুইটি ম্যাচ খেলবে, সেখানে ভেন্যু এবং টিম হোটেলের দুরত্ব নিয়ে আইসিসির কাছে অসন্তোষ জানিয়েছিল পিসিবি। সে ডাকে সাড়া দিয়ে পাকিস্তানের হোটেল বদলে দিচ্ছে আইসিসি।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডালাসে ম্যাচ খেলেই পাকিস্তান দল যাবে নিউইয়র্কে। সেখানের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ পরের দুই ম্যাচ খেলবে। যার একটি ৯ জুন ভারতের বিপক্ষে, দ্বিতীয়টি ১১ জুন কানাডার বিপক্ষে। পাকিস্তানের জন্য বরাদ্দকৃত হোটেল থেকে নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে আসতে সময় লাগতো ৯০ মিনিট। এখন প্রায় ৫ মিনিটের দুরত্বে নতুন হোটেলে উঠবে পাকিস্তান দল।
ডালাসে সাংবাদিকদের সঙ্গে আলাপে মাঠ এবং হোটেলের দুরত্ব নিয়ে প্রথম মুখ খুলেন বাবর আজম।
তখন তিনি বলেন, ‘মাঠ থেকে হোটেলের দূরত্ব, সুবিধা নিয়ে আমরা ভাবতে চাই না, ওটা বোর্ডের দায়িত্ব।’
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার এবং ক্রিকেট পাকিস্তানের খবর, ব্যবস্থাপনা নিয়ে আইসিসির কাছে অসন্তোষ তুলে ধরে পিসিবি। যদি ভেন্যুর কাছাকাছি হোটেল দেওয়া না হয়, সেক্ষেত্রে পিসিবির খরচে হােটেল দেখার কথা জানায় বোর্ড প্রধান মহসিন নাকভী। শেষ পর্যন্ত পিসিবির আপত্তিতে সিদ্ধান্ত বদলাচ্ছে আইসিসি।
এর আগে নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে খেলেছে ভারত এবং শ্রীলঙ্কা। ভেন্যু থেকে ভারতের টিম হোটেলের দুরত্ব মাত্র মিনিট দশেক। আর শ্রীলঙ্কাকে টিম হোটেল থেকে ভেন্যুতে আসতে ব্যয় করতে হয় দেড় ঘন্টারও বেশি। এই নিয়ে আইসিসির কাছে অভিযোগ করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কিন্তু ততক্ষণে তা দেরি হয়ে যায়।