1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,
২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বলিউডে অভিষেকের অপেক্ষায় – আলিজেহ

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

বলিউড সিনেমায় অভিষেকের অপেক্ষায় বলিউড সুপার স্টার সালখানের ভাগ্নি আলিজেহ অগ্নিহোত্রীর। বলিউডে বাজিমাত করতে যাচ্ছেন আলিজেহ।

আলিজেহ বলিউড অভিনেতা সালমান খানের বোন আলভিরা ও বলিউড অভিনেতা অগ্নিহোত্রীর  মেয়ে। নব্বই দশকে অতুল অগ্নীহোত্রী পর্দা কাপানো অভিনয় এখানও দর্শকের হৃদয়ে দোলা দিয়ে যায় এবার পর্দা কাঁপাবে আলিজেহ নিজের অভিনয়শৈলী দিয়ে, বাবার পথেই হাঁটছেন সালমান খানের ভাগ্নি।

জাতীয় পুরুষ্কারপ্রাপ্ত পরিচালক সৌমিন্দ্র পাধির  ছবিতে অভিনয় করবেন আলিজেহ, যদিও ছবির নাম এখও চূড়ান্ত হয়নি।   ২০২৩ সালে ওটিটি প্ল্যাটফর্মের নেটফ্লিক্সে  এই নতুন ছবি মুক্তি পাবে। পরিচালক সৌমিন্দ্র পাধির কাল্ট ওয়েব সিরিজ ” জামতারা” সিজন ১ এবং ১ এর সিজনের জন্য পরিচিত। বধুয়া সিং ছবির জন্যে পুরস্কার পেয়েছেন সৌমিন্দ্র পাধি।

আলিজেহের মা ও সালমান খানের বোন  আলভিরা একজন প্রযোজক ও ফ্যাশন ডিজাইনার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD