1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ব্যবসায় মনোযোগী নায়িকারা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ জুন, ২০২৪

দেশীয় শোবিজের অনেক নায়িকা অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ীর খাতায় নাম লিখিয়েছেন। কেউ ফ্যাশন হাউস, কেউ রেস্টুরেন্ট আবার কেউবা গড়ে তুলেছেন পার্লারের ব্যবসা। অভিনয়ের পাশাপাশি এসব প্রতিষ্ঠান চালিয়ে নিচ্ছেন সমান তালে। দিন বদলের সঙ্গে তাল মেলাতে নতুন করে এই পথে আসছেন অনেকে। সম্প্রতি ব্যবসায় নাম লিখিয়েছেন নাটক-সিনেমার কয়েকজন অভিনেত্রী।

চলচ্চিত্র, মডেল আর নাটকে অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন ঢাকাই সিনেমার নায়িকা নিঝুম রুবিনা। অনেক দিন ধরে তিনি পার্লার ব্যবসার সঙ্গে জড়িত। এবার যুক্ত হলেন শুটিং বাড়ির ব্যবসায়। রাজধানীর আফতাব নগরে একটি শুটিং বাড়ি দিয়েছেন তিনি। নাম ‘আনাহিতা সুইট হোম’।

নিঝুম রুবিনা বলেন, আসলে শুটিং বাড়ি করার পরিকল্পনা ছিল না। হঠাৎ করেই এই চিন্তা। আমার স্বামী শুটিংয়ের জন্য একটি বাড়ি ভাড়া নেবেন। পাঁচ দিন খুঁজেও মনের মতো পাচ্ছিলেন না। তখন আমাদের এক ছোট ভাই আমার স্বামীকে বলল, চলেন ভাই, আমরা একটা শুটিং বাড়ি দিই। সেই ভাবনা থেকে ‘আনাহিতা সুইট হোম’ শুটিং বাড়ি করা।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। অভিনয়গুণে ইতোমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। বর্তমানে এই অভিনেত্রী ব্যস্ত আছেন আসন্ন ঈদের কাজ নিয়ে। অভিনেত্রী পরিচয় ছাপিয়ে ব্যবসায় নেমেছেন চমক। ‘৯০ ডিগ্রি ওয়েস্ট’ নামে জুস বার ও টি হাউস দিয়েছেন তিনি। যেখানে জুসসহ অনেক কিছুই থাকছে। থাকবে গাছও। চলতি মাসে বনানী ও উত্তরা আউটলেট দুটি চালু হয়েছে।

এ প্রসঙ্গে চমক বলেন, রাজধানীতে প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ হয় না। শহরে বসবাসের জন্য যে পরিমাণ গাছ থাকা দরকার তা আমাদের নেই। প্রতিদিন আমরা অনেক জাঙ্ক ফুড খাই। এসবের মধ্যে ফ্রেশ খাবার সেভাবে পাওয়াই যায় না। তাই সব মিলিয়ে এই জুস ও ট্রি হাউস দেওয়ার পরিকল্পনার বাস্তবায়ন। একেবারে সুলভ মূল্যে গাছ নেওয়া যাবে।

ব্যবসায় যুক্ত হচ্ছেন চিত্রনায়িকা বর্ষা। নিজের নতুন ব্র্যান্ড নিয়ে হাজির হচ্ছেন বলে সম্প্রতি ফেসবুক পোস্টে জানিয়েছেন এই নায়িকা। বর্ষা লিখেছেন, আমি নিজের ব্র্যান্ড নিয়ে কাজ করতে যাচ্ছি, খুব শিগগিরই স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আমার ব্র্যান্ড আসবে। স্কিন কেয়ার এই প্রোডাক্ট তুর্কিতে তৈরি। তুর্কির স্কিন কেয়ার প্রোডাক্ট খুব ভালো মানের। আশা করি, আমাদের প্রোডাক্ট ও ব্র্যান্ড দুটোই আপনাদের ভালো লাগবে।

গেল ৮ জানুয়ারি থেকে রাজধানীর আফতাব নগর আবাসিক এলাকায় ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ ও ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামে দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ব্যবসা প্রসঙ্গে গণমাধ্যমকে অপু বিশ্বাস বলেন, আমি চেয়েছি অভিনেত্রীর বাইরেও আমার একটা আলাদা পরিচয় থাকুক। একটা সময় আমাকে অন্য কিছু অবলম্বন করেই আমার জীবন পার করতে হতো। সেটা ভেবেই নতুন বিজনেস শুরু করেছি।

গত ফেব্রুয়ারি মাসে ফেসবুকে নিজের ব্র্যান্ডের একটি বিজ্ঞাপনচিত্র প্রকাশ করেন পরীমনি। বিষয়টি নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পরী বলেন, আসলে অনেক আগে থেকেই আমার ব্যবসা করার ইচ্ছা ছিল। কিন্তু কীসের বিজনেস শুরু করব তা-ই ভাবছিলাম। অবশেষে অনেক ভেবে আর সবদিক বিবেচনা করে প্রসাধনী পণ্যের ব্যবসা শুরু করতে যাচ্ছি।

এর আগে ব্যবসায় নাম লিখিয়েছেন মাহিয়া মাহি। ২০১৮ সালে অনলাইনে মেয়েদের ড্রেস বিক্রির মাধ্যমে নায়িকা নতুন পেশায় নাম লেখান।

কিন্তু সেটা বেশিদিন চলমান রাখেননি। পরে ‘ভারা’ নামের একটি ফ্যাশন হাউস গড়ে তোলেন। সেটাও বর্তমানে বন্ধ আছে। গত বছর থেকে গাজীপুর চৌরাস্তায় ‘ফারিশতা’ নামের রেস্টুরেন্ট ব্যবসা করছেন মাহি।

বড় বোন ইসরাত মারিয়ার সঙ্গে ব্যবসায় জড়িত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নায়িকার একটি ‘ব্রাইডাল স্টুডিও ও বিউটি কেয়ার’ রয়েছে। এ প্রজন্মের নায়িকা রত্না, তানিন সুবহাসহ ঢাকাই সিনেমার বেশ কয়েকজন নায়িকা বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত আছেন। এছাড়া ব্যবসা রয়েছে মৌসুমী, পূর্ণিমা, রত্না, নিপুণসহ অনেকের।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD