পাকিস্তান মানেই আনপ্রেডিক্টেবল। বৈশ্বিক ইভেন্টে আইসিসির সহযোগী সদস্য দলের কাছে হারার রেকর্ড তাদের পুরোনো। যেখানে ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের কাছ হার মোটা দাগে লেখা হয়। এরপর এই তালিকায় যোগ হয়েছে আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্রের নাম। যুক্তরাষ্ট্রের কাছে হারের ক্ষতটা আবার তরতাজা।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে গড়ানো ম্যাচে হেরেছে পাকিস্তান। আর এতেই দেশটির সাবেক তারকা পেসার শোয়েব আখতারের মন ভেঙেছে। এই ম্যাচ নিয়ে আলাপ করতে গিয়েই টেনে আনলেন ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারের স্মৃতি।
প্রথম বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশের কাছে সেবার বাজেভাবেই হেরেছে পাকিস্তান। ওই দলে ছিলেন গতি তারকা শোয়াব আখতার নিজেও।
২০০৭ ওয়ানডে বিশ্বকাপেও পাকিস্তানের সাথে হয়েছে একই রকম ঘটনা। আইরিশদের কাছে সেবার পরাজয় বরণ করে পাকিস্তান। তখন আয়ারল্যান্ড কেবল আইসিসির সহযোগী সদস্য। এবার সেই ক্ষত দিয়ে গেলো যুক্তরাষ্ট্র।
এই ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘পাকিস্তানের জন্য হতাশার হার। শুরুটা ভালো হলো না। যুক্তরাষ্ট্রের কাছে হেরে আমরা ইতিহাসেরই পুনরাবৃত্তি করলাম, যেমনটা করেছিলাম ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে।’
আগে ব্যাট করে পাকিস্তান গতকাল (৬ জুন) ১৫৯ রানের বেশি করতে পারেনি। জবাবে মূল ম্যাচেই জয়ের পথে ছিল স্বাগতিক যুক্তরাষ্ট্র। তবে শেষ পর্যন্ত টাই হয় ম্যাচ। এরপর সুপার ওভারে যাওয়া ম্যাচে ঠিকই জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র।
এ প্রসঙ্গে শোয়েব আখতার যেমনটা বলছিলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে জয়টা পাকিস্তানের প্রাপ্য ছিল না। কারণ, যুক্তরাষ্ট্র খুব ভালো ক্রিকেট খেলেছে। ম্যাচের নিয়ন্ত্রণে ছিল সব সময়। আমির ম্যাচটা বাঁচানোর চেষ্টা করেছে।’
‘আমির–শাহিন সবাই চেষ্টা করেছে। কিন্তু ম্যাচের ৩৭ ওভার (দুই দলের ইনিংস মিলিয়ে) পর্যন্ত যুক্তরাষ্ট্রই এগিয়ে ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা ম্যাচটা বের করতে পারিনি।’