1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নিজের নামে গরুর নাম, মুখ খুললেন জায়েদ খান

  • প্রকাশিতঃ শনিবার, ৮ জুন, ২০২৪

আসন্ন কোরবানির ঈদকে ঘিরে জমে ওঠছে পশু বিক্রির হাটগুলো। প্রিয় তারকাদের নামের সঙ্গে মিলিয়ে মালিকরা তাদের পশুর নাম রেখেছে- এমন চিত্র গেল কয়েক বছর ধরেই। এবার হাটেও থাকছে শাকিব খান, জায়েদ খানসহ অনেক তারকাশিল্পীদের নামে গরু। আর তারকাদের নামে গরুর নামকরণ নিয়ে ইতিমধ্যেই কথা বলেছেন শোবিজের শিল্পীরাও।

বিষয়টি নিয়ে নতুন করে ফের কথা বলেছেন জায়েদ খান। এই চিত্রনায়কের ভাষ্য, ‘আমার নাম যখন চারদিকে ছড়িয়ে পড়ে আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায়, দুটো টাকা ইনকাম হয়, লাভবান হন, করুক না। আমার এতে কোনো সমস্যা নেই।’

তিনি আরও বলেন, ‘কোরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক। একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয়, ব্যাপার না। এর আগে আরও সেলিব্রেটিদের নামের ক্ষেত্রেও এমন হয়েছে দেখেছি। এটাকে আমি নেগেটিভভাবে দেখি না। কারণ নেগেটিভভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারব না।’

গরুর নাম রাখার প্রসঙ্গে জায়েদ বলেন, ‘কোনো শিল্পী বেশি জনপ্রিয় হলেই বাজারের কাটতির জন্য বিক্রেতারা গরুর নামে সেলিব্রেটির নাম ব্যবহার করে। আমি এটা দোষের মনে করছি না।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD