1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সকাল সাড়ে ৬ টায় বা রাত ৯ টা নয়, এবার নতুন সময়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখে নিন সময় ও যেভাবে মোবাইলে খেলা দেখবেন

  • প্রকাশিতঃ রবিবার, ৯ জুন, ২০২৪

শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। এবার বাংলাদেশের পরবর্তী ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগামী ১০ জুন বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

এই মাঠেই শ্রীলঙ্কাকে ৭৭ রানে অল-আউট করে দক্ষিণ আফ্রিকা। তাই ভক্তদের মনে একটাই প্রশ্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ। চলুন দেখে নেয়া যাক কেমন হতে পারে বাংলাদেশের একাদশ: পাঁচে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার তাওহীদ হৃদয়।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ২০ বলে ৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলে। যা বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে। ৬ নম্বরে ব্যাটিংয়ে আসবেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৭ নম্বরে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিসার মাহমুদউল্লাহ রিয়াদ। তার দুর্দান্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কা হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ।

স্পিন বিভাগে সাকিবের সাথে দেখা যাবে রিশাদ হোসেনকে। পেস বিভাগে একটি পরিবর্তন আসতে পারে। তানজিম হাসান সাকিবের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে শরিফুল ইসলামকে। তবে এইটা নির্ভর করছে শরিফুলের চোট সারার ওপর। আর মুস্তাফিজ ও তাসকিন তো আটো চয়েজ। তাদের দুর্দান্ত বোলিং পারফরমেন্সের কারণেই অল্প রানে আটকে যায় শ্রীলঙ্কা।

যেভাবে খেলা দেখবেন- মোবাইলে খেলা দেখতে আমাদের পেজটি ফলো করে রাখুন আমরা সরাসরি ম্যাচটি আমাদের এই সাইটে সম্প্রচার করবো । আমাদের সাথেই থাকুন ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম/তানজিম হাসান সাকিব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD