1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বৃহস্পতিবার, ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ সাকিবের

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

 

মাঠের ক্রিকেটে সাকিব আল হাসান সাম্প্রতিক সময়ে বড্ড বিবর্ণ। এরই মধ্যে আরও একটি বিতর্কের জন্ম দিলেন এই অলরাউন্ডার। দৈনিক মানবজমিন পত্রিকার স্পোর্টস রিপোর্টারের সঙ্গে অশোভন আচরণ  করলেন সাকিব। তার মোবাইল নিয়ে বাংলাদেশ দলের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দিলেন তিনি।

গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪ রানে হারে বাংলাদেশ। বোলিংয়ে ১ ওভার হাত ঘোরানোর পর ব্যাটিংয়ে ৪ বলে ৩ রান করে উইকেট ছুড়ে দেন সাকিব। ম্যাচ শেষে সবাই যখন বিমানবন্দরে উদ্দেশ্যে বাসে উঠে পড়েছেন।

এমন সময় বিশ্বকাপ কাভার করতে যুক্তরাষ্ট্রে থাকা মানবজমিনের রিপোর্টারসহ আরও একাধিক সাংবাদিক দূরে দাড়িয়ে ছিলেন। টিম বাসে খেলোয়াড়রা ওঠার সময় সাধারণত সাংবাদিকরা সবসময়ই পাশে দাঁড়িয়ে থাকেন। হয়তো বিভিন্ন ফুটেজ নেওয়া বা কারও সঙ্গে কথা বলার চেষ্টা করে থাকেন তারা। তবে এদিন ভিডিও করতে নিষেধ করায় কোনো সাংবাদিকই সেটা করেননি। এর মধ্যে বাসের একপাশে সাকিব পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন।

 

তখন সাকিবের সন্দেহ হয় মানবজমিনের রিপোর্টার হয়তো ভিডিও করছেন। তার হাতে মোবাইল ও ট্রাইপড ছিল, কিন্তু আসলে তিনি কোনো ভিডিও করেননি। তবুও সাকিবের সন্দেহ হলে তিনি এসে জানতে চান ভিডিও করছেন কিনা। তখন রিপোর্টার সাকিবকে বলেন তিনি কোনো ভিডিও করছেন না। তারপরও সাকিবের সন্দেহ হয়, ‘দেখি, আপনার মোবাইলটা দেখি’ বলতে বলতে তিনি সেটি নিয়ে যান। তবে একবারও নিজে মোবাইলটি চেক করেননি সাকিব। সেটি নিয়ে বাংলাদেশ দলের দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীর হাতে তুলে দেন।  তবে তারা মোবাইলে কোনো ভিডিও খুঁজে পাননি।  তারপর সেই নিরাপত্তাকর্মী এসে রিপোর্টারকে মোবাইলটি ফেরত দিয়ে যান।

তবে এরপরও সাকিবের সংশয় কাটেনি। তিনি বারবার ওই সাংবাদিককে বলতে থাকেন, ভিডিও করে থাকলে ডিলেট করে দিয়েন। যদিও ভিডিও ধারণা করার মতো কিছুই সেখানে ঘটেনি। ওখানে উপস্থিত থাকা সবার কাছেই পুরো ঘটনা বিষ্ময়কর লেগেছে। মূলত পুরো ঘটনায় সাকিবের শারীরি ভাষায় মোটেও ভালো ছিল না, তাকে উদ্দ্বত্ত লাগছিল সবার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD