1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

জার্মানিকে কুপোকাত করলো জাপান

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

জার্মানিকে নাকানিচুবানি খাইয়ে কাতার বিশ্বকাপে নিজেদের শক্তির জানান দিল এশিয়া ফেবারিট দল জাপান।

কাতারের খলিফা স্টেডিয়ামে সন্ধ্যা ৭ টায় শুরু হওয়া ম্যাচে চার বারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে পরাজিত করে জাপান। ম্যাচের শুরুতে জার্মানি ৩৩  মিনিটে পেনাল্টির সুবাদে জাপনকে গোল দিয়ে ১- ০এগিয়ে যায়।   জার্মানি ম্যাচে   দাপট  দেখালেও খেলার সময় বাড়তে বাড়তে জার্মানি  ছন্দ হারায়, জার্মানির খেলার গতি পথ বদলায়। ম্যাচের অতিরিক্ত ৫ মনিটে জাপানের জালে  আরেক গোল পাঠায় জার্মানি,  অফসাইডের কারনে সেই গোল ভি এ আর চেক করে বাতিল করে রেফারি।

১-০ গোলে এগিয়ে থেকে প্রফুল্ল মনে বিরতিতে জায় জার্মানরা।

বিরতির পর জার্মনিকে তোয়াক্কা না করে একের পর এক পাল্টা দাফট দেখায় জাপান। খেলার ৭৫ ও ৮৩ মিনিটে  ফরওয়ার্ড দোয়ান ও টাকুমা গোলে এগিয়ে যায় জাপান।

খেলার ৩৩ মিনিটে পর্যন্ত কোন শট নিতে পারেনি জাপান,  হঠাতেই বিরতির পরে রংবদলায় জাপানের খেলোয়াড়রা,  খোলস থেকে বেরিয়ে এসে খেলার নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় জাপান,  জার্মানির জালে টানা দু গোল দিয়ে নিজেদের জাত চেনালেন এশিয়ান জায়ান্টরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD