1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

টেইলর সুইফটের কনসার্ট উপভোগের স্বপ্ন পূরণ হলো ফারিণের

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

দেশের শোবিজ অঙ্গনে বর্তমান প্রজন্মের অন্যতম মেধাবী অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সাবলীল ও মনকাড়া অভিনয় দিয়ে অল্প সময়েই হয়েছেন দর্শকনন্দিত। দেশের সীমানা পেরিয়ে ওপার বাংলার বড় পর্দাতেও নাম লিখিয়েছেন ফারিণ, হয়েছেন প্রশংসিত।

অভিনয়ের পাশাপাশি গত ঈদে দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তাহসানের সঙ্গে ‘রঙে রঙে রঙিন হব’ গানটি গেয়ে গায়িকা হিসেবে অভিষেক হয় তার। ছোটবেলা থেকে নিয়মিত গানের চর্চা করে আসা এই অভিনেত্রীর গানের প্রতি রয়েছে অশেষ ভালোবাসা। আর এবার সেই গান কেন্দ্রিক একটি বিশেষ স্বপ্ন পূরণ হলো ফারিণের।

ছোটবেলা থেকেই টেইলর সুইফটের গানের ভীষণ ভক্ত তাসনিয়া ফারিণ। বড় হয়েও তার গানের প্রতি মোহাবিষ্টতা এতটুকু কমেনি এই অভিনেত্রীর। সুইফটের গান মন্ত্রমুগ্ধের মতো শোনেন তিনি। কিন্তু কখনও ভাবেননি প্রিয় শিল্পীর গান এভাবে সরাসরি শুনতে পারার সাধ পূরণ হবে। অবশেষে ফারিণের সেই স্বপ্ন পূরণ হলো।

প্রথমবার সামনাসামনি সুইফটের গান শুনে ভীষণ উচ্ছ্বসিত তিনি।  দর্শকের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তার গান উপভোগ করেছেন ফারিণ। গত ৭ জুন স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় মারিফিল্ড স্টেডিয়ামে সুইফটের গান শুনেছেন ফারিণ।

জানা গেছে, ৭, ৮ ও ৯ জুন এডিনবরায় মারিফিল্ড স্টেডিয়ামে সুইফটের কনসার্টে ২ লাখ ২০ হাজারের বেশি শ্রোতা অংশ নিয়েছেন। যা কিনা একটি রেকর্ড।তার এই কনসার্টের টিকেট পেতে বিশ্বজুড়ে হুড়োহুড়ি পড়ে যায়। অনেক চেষ্টার পর কাঙ্ক্ষিত টিকেট পেয়েছেন ফারিণ।

টিকেট সংগ্রহ করা প্রসঙ্গে ফারিণ বলেন, টিকেটের জন্য তখন হাহাকার ছিল। যখন টিকেটে পাচ্ছিলাম না, তখন ইনস্টাগ্রামে পোস্টও করেছিলাম টিকেটের জন্য। কিন্তু কাজ হয়নি। পরে একটি ওয়েবসাইট থেকে তিন গুণ দাম দিয়ে টিকেট কাটি।’

তিনি জানান, ‘স্কটল্যান্ডে সুইফটের এই কনসার্টের বিষয়টি আগেই জানতেন তিনি। ফিল্ম ফেস্টিভ্যালের কারণে ৮ ও ৯ জুন দেখার সুযোগ ছিল না। কারণ, ৯ জুন ছিল ‘ফাতিমা’-এর প্রদর্শনী। যেকোনো মূল্যে ৭ জুনের কনসার্ট দেখতেই হবে।

টিকিট পাওয়ার পর আনন্দিত হলেও কনসার্টটি আদৌও উপভোগ করতে পারবেন কি না, সে নিয়ে শঙ্কায় ছিলেন ফারিণ। তিনি বলেন, ‘টিকেট পেলেও স্টেডিয়ামে ঢোকার আগপর্যন্ত ভয়ে ছিলাম। যদি ওয়েবসাইটের টিকিট ভুয়া হয়। এর আগে নাকি ওখানে এমন ঘটনা ঘটেছে।’

ফারিণ বলেন, ‘নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না যে আমি টেইলর সুইফটের কনসার্ট দেখতে যাচ্ছি। সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠান শুরু হয়। তিনি সাতটায় মঞ্চে আসেন। যতটা পেরেছি মঞ্চের কাছাকাছি ছিলাম। চোখের সামনে সুইফট! মনে হচ্ছিল, স্বপ্ন দেখছি।’

অভিনেত্রীর মতে, একজন শিল্পী যে কতটা শক্তিমান সেটা টেইলরকে দেখে বুঝা গিয়েছে। তিনি যখন মঞ্চে প্রবেশ করেন, মনে হচ্ছিল ৭৩ হাজার দর্শকই চিৎকার করছিলেন। আমার জন্য সে এক অন্যরকম মুহূর্ত ছিল। বলে বুঝাতে পারব না।’

প্রসঙ্গত, তাসনিয়া ফারিণ রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে লন্ডনে গিয়েছেন। এরই মধ্যে লন্ডনে অনুষ্ঠিত রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষে জানা গিয়েছে, তার অভিনীত ‘ফাতিমা’ ছবিটি উৎসবে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। একই সঙ্গে ছবিটিতে অভিনয়ের জন্য বিশেষ সম্মাননাও পেয়েছেন ফারিণ। বর্তমানে উৎসব শেষে তিনি তার মতো করে লন্ডনে ঘুরে বেড়াচ্ছেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD