আমাকে আপনারা সব সময় রোমান্টিক চরিত্রে দেখেছেন, এবার একটা ভিন্ন চরিত্রে দেখতে পাবেন। ওয়েব ফিল্মের মূল বিষয় বস্তু সম্পর্কে তিনি বলেন, আমার কাছে মনে হয় কোনো কিছু মাত্রাতিরিক্ত হয়ে গেলেই সেটা হয়ে যায় ‘পয়জন’। যেমন আমি যদি কাউকে ভালোবাসি। সেটা প্রয়োজনের অতিরিক্ত হয়ে যায় সেটাও পয়জন হতে পারে। আবার কাউকে অতিরিক্ত মাত্রায় ঘৃণা করলে সেটাও আমাদের লাইফে পয়জন হয়ে দাঁড়াতে পারে। সেই জিনিসটাই মূলত আমাদের গল্পে তুলে ধরা হয়েছে। কাজের অভিজ্ঞতা নিয়ে তিশা বলেন, আমি কখনো সিনেমায় কাজ করিনি। ফলে নায়িকাদের জীবন কেমন, সেটা নিয়ে খুব একটা ধারণা ছিল না। তাই এই চরিত্রের জন্য আমাকে অনেক স্টাডি করতে হয়েছে। এখানে অভিনয়ের আগে নায়িকার জীবনযাপন রপ্ত করেছি। তবে বাস্তবের কোনো নায়িকার সঙ্গে এই চরিত্রের মিল নেই।