1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,
১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি

রাঙামাটিতে বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ জুন, ২০২৪

রাঙামাটির লংগদু উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক নারীসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১৫ জুন) বিকালে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার মো. ইব্রাহিমের স্ত্রী রিনা বেগম (৩৬) নিজ বাড়িতে বজ্রপাতে মারা যান। এছাড়াও কাপ্তাই হ্রদে বোট চলমান অবস্থায় বজ্রপাতে আরো তিনজন নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

লংগদু থানার ওসি হারুনুর রশিদ জানান, আমরা এখনো পর্যন্ত চারজন নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (লংগদু সার্কেল) মো. আবদুল আউয়াল জানান, লংগদু উপজেলার দুইস্থানে বজ্রপাতে মোট ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। সেখানে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD