জানা গেছে এবার চিত্রনায়িকা অপু বিশ্বাসও কোরবানি দিচ্ছেন। ছেলে আব্রাম খান জয়ের নামে ছাগল কোরবানি দেবেন এই নায়িকা। ইতোমধ্যে সাদা রঙ্গের একটি ছাগল কিনেও এনেছেন তিনি।
অপু বিশ্বাসের নাম নিলে এখন আলোচনায় বুবলীর নামও চলে আসে। কারণ কারণ উভয়ই শাকিব খানের সন্তানের মা। যদিও শাকিব খান তাদের দু’জনকেই প্রাক্তন বলেই এখন পরিচয় দেন।
প্রতি বারের মত এবারও বুবলী কোরাবনি দিচ্ছেন। তিনি গরু কোরবানি দিচ্ছেন বলে জানিয়েছেন। নায়িকার ভাষ্য, কোরবানির ঈদ তো আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হবে ঈদ। এই ঈদ আমাদের ত্যাগি হতে শেখায়। পশু কোরবানির মাধ্যমে মনের পশুত্বকেও কোরবানি দিতে শেখায়। প্রতি বছরের মত এবারের ঈদেওগরু কোরবানি ।
উল্লেখ্য, এবারের ঈদুল আজহায় বুবলী অভিনীত ‘রিভেঞ্জ’ ছবিটি মুক্তি পাচ্ছে। এমডি ইকাবল পরিচালিত এই ছবিতে বুবলীর নায়ক রোশান। এবং ঈদের ঠিক কয়েক সপ্তাহ পর তার আরও একটি নতুন ছবি ‘জংলি’ মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি।