শনিবার (১৫ জুন) হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। লাব্বাইক ধ্বনি কণ্ঠে ধারণ করে লাখ লাখ হাজি জড়ো হন আরাফাতের ময়দানে।
গালফ নিউজ জানিয়েছে, পাহাড়বেষ্টিত আরাফাতের ময়দানেই প্রসব বেদনা শুরু হয় ওই নারীর। তিনি ৩৭ সপ্তাহের গর্ভবতী ছিলেন।
হজে কর্তব্যরত চিকিৎসক আমিনা আল শেখ জানান, ওই নারী ও তার ছেলে সন্তানটি সুস্থ রয়েছেন। শিশুটির ওজন ৩.০৪ কেজি এবং সে সম্পূর্ণ সুস্থ।