সাম্প্রতিক পারফরমেন্সের কারণে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা ছিল কম। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নাজমুল হোসেন শান্তর দল পৌঁছে গেল সুপার এইটে। চার ম্যাচের তিনটিতেই জয় তুলে নিল বাংলাদেশ। হারা ম্যাচটাও ছিল হাতের মুঠোয়। শেষ ওভারে গিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে ৪ রানে।
সুপার এইটে তাদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া ভারত ও আফগানিস্তান। এই গ্রুপে চার দলের তিনটি এশিয়ার। ফলে কেউ কেউ মজা করে বলছে এটা মিনি এশিয়া কাপ। ইএসপিএনক্রিকইনফোর এক বিশ্লেষণে তামিম ইকবালকেও এ নিয়ে প্রশ্ন করা হয়।
জবাবে টাইগার ওপেনার বলেন, ‘(হাসি) আসলে মিনি এশিয়া কাপ নয়। কঠিন হবে কাজটা। অ্যান্টিগার উইকেট কেমন আচরণ করে তাও দেখার ব্যাপার। বাংলাদেশ আগে অস্ট্রেলিয়ার সাথে আগে খেলবে তারপর ভারত। আমি জানি কাজটা কঠিন হবে।’
দল হিসেবে বাংলাদেশ সুপার এইটে কেমন করতে পারে? এই ক্ষেত্রে তামিম ও অবশ্য দিয়েছেন কৌশলী উত্তর। তার মতে যদি ব্যাটিং বিভাগে উন্নতি করতে পারে তবে নজর রাখার মত দল হবে বাংলাদেশ।
তামিম বলেন, ‘আসলে টি-টোয়েন্টি ক্রিকেটে এবং যেভাবে টুর্নামেন্ট এগোচ্ছে আসলে আগে থেকে কিছুই বলা যাচ্ছে না সামনে কী হবে। বোলিং ভালো হচ্ছে বাংলাদেশের, যদি ব্যাটিংটা ছন্দে ফিরে আসে তাহলে বাংলাদেশ নজর রাখার মত একটি দল হবে।’
বিশ্বকাপ জুড়েই বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ হয়েছে। লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তরা পাচ্ছেন না রানের দেখা। তবে আলাদা বলতে হয় তাননজিদ হাসান তামিমকে। এই ওপেনার রান করছেন ধারাবাহিকভাবে। তার প্রশংসার পাশাপাশি দলের বাকি ব্যাটসম্যানদের জন্য পরামর্শ দিয়েছেন তামিম ইকবাল।
তিনি বলেন, ‘তানজিদ দারুণ এক্সাইটিং, লিটনও (দাস) ভালো। (নাজমুল হোসেন) শান্ত বড় মঞ্চে নিজের সামর্থ্য দেখিয়েছে। আমার মনে হয় তারা উইকেটে আরেকটু সময় কাটানো দরকার। উইকেট বোলারদের পক্ষে কথা বলছে। ফলে এই বিষয়ের প্রতি সম্মান রেখে নিজেদের আরও ভালোভাবে কাজে লাগাতে হবে।’