কাটার ও গতির বৈচিত্র্যে প্রতিপক্ষের ব্যাটারদের খাবি খাওয়াচ্ছেন মুস্তাফিজুর রহমান। রহস্য ভেদ করতে ব্যর্থ হচ্ছেন বেশিরভাগ ব্যাটার। উইকেটের মাঝে বাঁক খেয়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে খুঁজে পাওয়া পাচ্ছে পুরোনো দিনের বাঁহাতি এই পেসারকে। এমন মুস্তাফিজের পেছনে চেন্নাই ম্যাজিকের ছোঁয়া আছে বলে ধারণা করছেন তামিম ইকবাল। ভিন্ন মানসিকতার মুস্তাফিজকে দেখে ভালো লাগছে বাংলাদেশের সাবেক অধিনায়কের।
চলতি বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই চল্লিশের বেশি রান দিয়েছিলেন মুস্তাফিজ। এমন পারফরম্যান্সের পর প্রথম দুই ওয়ানডে থেকে বাদ পড়েছিলেন বাঁহাতি এই পেসার। সবশেষ কয়েক বছরে নিজের সেরা ছন্দে না থাকা মুস্তাফিজকে খুঁজে পাওয়া যায় আইপিএলে, চেন্নাই সুপার কিংসের জার্সিতে। পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে বেশিরভাগ ম্যাচেই প্রত্যাশিত পারফর্ম করেছেন তিনি।
জিম্বাবুয়ের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজেও ছিলেন অপ্রতিরোধ্য। যেখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে নিয়েছিলেন ১০ রানে ৬ উইকেট। নিজের ছন্দ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ধরে রেখেছেন মুস্তাফিজ। এখন পর্যন্ত ২০ ওভারের বিশ্বকাপে ৪ ম্যাচ খেলা বাঁহাতি এই পেসার ১০.২৮ গড় ও ৩.৩৭ ইকনোমি রেটে নিয়েছেন ৭ উইকেট। যেখানে ডেথে ৬ ওভার বোলিং করে দিয়েছেন মোটে ১০ রান।
নেপালের বিপক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন মুস্তাফিজ। বাংলাদেশের সুপার এইট নিশ্চিত হওয়া ম্যাচে ৪ ওভারে ৭ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন। ২০ ডট বল করা বাঁহাতি এই পেসার ১৯তম ওভারে বোলিংয়ে এসে মেইডেনের সঙ্গে নিয়েছেন উইকেটও। পুরনো মুস্তাফিজকে ফিরে পেতে দেখে ভালো লাগছে তামিমের। বাংলাদেশের সাবেক অধিনায়কের চোখে, এ এক ভিন্ন মানসিকতার মুস্তাফিজ।
ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে তামিম বলেন, ‘১৯তম ওভারে সে (মুস্তাফিজ) মেইডেন ওভারের সঙ্গে উইকেটও নিয়েছে। আপনি এমন ওভার কখনই দিতে চাইবেন না। বিশেষ করে আপনি মাত্র ১০৬ রান তাড়া করছেন। বেশ কয়েক বছর ধরেই মুস্তাফিজ আমাদের জন্য এটা করে আসছে। বিশেষ করে এই বিশ্বকাপে সে দুর্দান্ত। আমি শুধু এমনটা আশা করতে পারি যখন আমরা সুপার এইটে খেলতে নামব তখন সে একইভাবে বোলিং করবে। এই শোতে আমি আগেও বলেছি সে দারুণ বোলিং করছে।’
‘আমি ভিন্ন এক মুস্তাফিজকে দেখছি। আইপিএলে যাওয়ার আগে সে কিছু ম্যাচ থেকে বাদ পড়েছিল। তারপর সে আইপিএলে গেল, আমি জানি না এটা চেন্নাই ম্যাজিক নাকি দলটাতে অন্য কিছু আছে। সে পুরোটা জিনিসটা বদলে ফেলেছে। আইপিএলে ভালো বোলিং করেছে, দেখে মনে হচ্ছে সে ভিন্ন একজন বোলার। এখনও একই বোলার কিন্তু ভিন্ন এক মানসিকতার। সে জানে সে কি করছে। দেখে মনে হচ্ছে সে যা করতে চায় তার সবকিছুই তার নিয়ন্ত্রণে আছে।’