1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

গ্রুপ পর্ব শেষে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারির শীর্ষ ৫ বোলার, দেখেনিন বাংলাদেশী বোলারদের অবস্থান

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

 

ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের গ্রুপ পর্বের খেলা। আগামীকাল বুধবার (১৯ জুন) থেকে শুরু হবে সুপার এইটের লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া যুক্তরাষ্ট্র ও নেপালের কাছে হারতে হারতে বেঁচে যাওয়া দক্ষিণ আফ্রিকা।

সুপার এইটের ম্যাচ চলবে ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ জুন। গ্রুপ ১-এর শীর্ষ দল মুখোমুখি হবে গ্রুপ ২-এর রানার্সআপ দলের সঙ্গে, একইভাবে গ্রুপ ২-এর চ্যাম্পিয়ন খেলবে গ্রুপ ১-এর রানার্সআপ দলের বিপক্ষে। তবে আইসিসি এখনো সেমিফাইনালের ভেন্যু ঠিক করেনি।

গ্রুপ পর্ব শেষে ৪০ ম্যাচে শীর্ষ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারির শীর্ষস্থান দখল করে রেখেছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। সর্বোচ্চ উইকেট শিকারির শীর্ষে রয়েছেন আফগানিস্তানের বাঁহাতি পেসার ফজলহক ফারুকি। তিনি ৪ ম্যাচে ৫.৫৮ ইকোনমিতে তুলে নিয়েছেন ১২ উইকেট।

বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির শীর্ষ ৫ বোলার:

1. **ফজলহক ফারুকি (আফগানিস্তান)** – ১২ উইকেট, ইকোনমি ৫.৫৮

2. **রশিদ খান (আফগানিস্তান)** – ১০ উইকেট, ইকোনমি ৬.৪২

3. **তানজিম হাসান সাকিব (বাংলাদেশ)** – ৯ উইকেট, ইকোনমি ৪.৮০

4. **জসপ্রিত বুমরাহ (ভারত)** – ৮ উইকেট, ইকোনমি ৬.৩৭

5. **আদিল রশিদ (ইংল্যান্ড)** – ৮ উইকেট, ইকোনমি ৬.৮০

বাংলাদেশি পেসারদের মধ্যে তানজিম হাসান সাকিব শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন। তিনি ৪ ম্যাচে ৪.৮০ ইকোনমিতে ৯টি উইকেট নিয়েছেন। শীর্ষ দশে আরও রয়েছেন মুস্তাফিজুর রহমান, যিনি ৪ ম্যাচে ৩.৩৭ ইকোনমিতে ৭টি উইকেট নিয়েছেন। এছাড়া লেগ স্পিনার রিশাদ হোসাইন ও পেসার তাসকিন আহমেদও ৭টি করে উইকেট নিয়েছেন, তাদের ইকোনমি যথাক্রমে ৬.৮০ ও ৬.৪৩।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD