মহিলা দস্যুদের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমা ‘দ্য ব্লাফ’। এতে দস্যুর চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। একেবারে অ্যাকশন অবতারে দেখা যাবে এই অভিনেত্রীকে।
এমনই এক দৃশ্য শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘পেশাগত প্রতিবন্ধকতা।’
ছবিতে দেখা যায়, গলায় লম্বা আঁচড়ের দাগ। অনেকটাই কেটে গেছে। আসলে একটি স্টান্ট করতে গিয়েই আঘাত লাগে তার। তবে আপাতত সুস্থ আছেন অভিনেত্রী। এই মুহূর্তে হলিউডের বেশ কয়েকটি ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ।