1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১৪ই শাবান, ১৪৪৬ হিজরি

সুপার এইটে উঠেই স্বপ্ন পূরণ হয়েছে, এখন শুধু উপভোগের জন্যই খেলবে বাংলাদেশ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অতীত রেকর্ড খুব একটা ভালো না। তার উপর সাম্প্রতিক ফর্মটাও খুব একটা সুবিধার ছিলো না। যে কারণে টাইগার ভক্তদের প্রত্যাশা ছিল না বেশি। তবে গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্সে সুপার এইট নিশ্চিত হয়েছে।

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচের আগে টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলছেন তাদের স্বপ্ন ছিল সুপার এইট খেলা। নিজেদের স্বপ্ন পূরণ হয়ে গেলেও পরের স্বপ্নটা বড় করে এখনই দেখছেন না তিনি।

 

 

সুপার এইটে দল যাই করুক তাতেই খুশি থাকবেন বলে জানিয়েছেন হাথুরুসিংহে। তার মতে এই পর্বে যা অর্জন হবে তাই-ই বোনাস।

আগামীকাল (২১ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, ‘সুপার এইটে ওঠা ছিল এই টুর্নামেন্টে আমাদের প্রথম লক্ষ্য। আমরা সেটা অর্জন করতে পেরেছি, বোলাররা আমাদের টিকিয়ে রেখেছে। আমরা কন্ডিশন বুঝে খেলেছি, কন্ডিশনকে নিজেদের পক্ষে ব্যবহারও করতে পেরেছি।’

‘এখানে আসতে (সুপার এইট) পেরে আমরা খুবই খুশি, আর এখান থেকে যেকোনো প্রাপ্তিই হবে বোনাস। তাই আমরা বেশ স্বাধীনতা নিয়েই খেলব। তিনটি দলকেই আমরা যতটা সম্ভব চ্যালেঞ্জ ছুড়ে দেব।’

প্রতিটি ক্রিকেটারই উপভোগ করতে খেলা শুরু করে। পরে সেই নিবেদন গড়ায় পেশাদার ক্রিকেটের পথে। হাথুরু আবারও সেই কথা মনে করিয়ে দিলেন। পেশাদারিত্ব ছাপিয়ে খেলাটা উপভোগ করতে দিতে চান শিষ্যদের। তবে নিজেদের সীমা ও দায়বদ্ধতার কথাও ঠিকই তুলে ধরলেন।

হাথুরু যেমনটা বলছিলেন, ‘আমরা এই খেলাটি শুরু করেছি কেন? উপভোগ করার জন্য। তাই উপভোগের সুযোগটি আমরা ক্রিকেটারদের থেকে ছিনিয়ে নিতে চাই না। তবে এর মানে এমন না যে, তাদের যা খুশি করার লাইসেন্স আছে। প্রত্যেকেরই নির্দিষ্ট দায়িত্ব আছে দলের প্রতি।’

 

 

‘অবশ্যই স্বাধীনতা আছে, দেশ-ক্লাব এমনকি পার্ক ক্রিকেটে খেলার সময়ও উপভোগের বিষয়টি থাকে। এজন্যই আমরা এই খেলাটি শুরু করেছি। তাই উপভোগের মন্ত্র সবসময়ই সামনে থাকবে। তবে সবারই দলের প্রতি কিছু দায়িত্ব পালন করতে হবে’, আরও যোগ করেন হাথুরু।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD