1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

বুবলি পচা আলু : অপু বিশ্বাস

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
sharethis sharing button

ঈদও এক করতে পারছে না আলোচিত-সমালোচিত দুই নায়িকাকে। তাদের একজন জনপ্রিয় অভিনেত্রী শবনব বুবলী। অন্যজন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তারা ২ জন আবার নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের সাবেক স্ত্রী। আগের মতোই যুদ্ধংদেহী অবস্থানে আছেন তারা। তা স্পষ্ট হয়ে উঠল অপুর কথায়। বুবলীর নাম নিলে ঈদের আনন্দ নষ্ট হয়ে যাবে বলে করলেন মন্তব্য।

জানা যায়, একটি গণমাধ্যম কর্তৃক আয়োজিত ঈদের অনুষ্ঠানে এসে এ কথা বলেন অপু। বুবলীর সঙ্গে কোনো ঈদের অনুষ্ঠানে দেখা হয়েছে কি না জানতে চাইলে সরব হন নায়িকা।

তিনি বলেন, ‘আসলে ওই নামটাই বলতে চাই না। তার নাম মুখে এনে ঈদের সুন্দর মুহূর্তকে একদমই অসুন্দর করত চাই না। একটা মানুষের স্ট্যাটাস লেভেলটা কেমন যে সব কিছু জানার পরও চোখে ধুলা উড়িয়ে ঘোরে, তাকে যোগ্য-অযোগ্য বলতেও আমার বিবেকে বাধে। আসলে আমি ঈদটাই নষ্ট করতে চাই না।’

অপুর কথায়, ‘ওনার (বুবলী) সমস্যা আছে, ওনার চিকিৎসা করা দরকার। উনি গেমে অংশ নিতে গিয়ে ফেইলর খেলোয়ার হয়ে গেছেন। উনি আসলে বোঝেন না কী বলা উচিত কী বলা উচিত না।’

তিনি বলেন, ‘তাকে (বুবলী) আমি পচা আলু বলেছি, তাকে এড়িয়ে গিয়েছি। অযোগ্য মানুষকে যৌক্তিকতা দেওয়া মানে নিজের যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা।’

এবার ঈদে মুক্তি পেয়েছে বুবলী অভিনীত সিনেমা ‘রিভেঞ্জ’। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন জিয়াউল রোশান। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, কাজী হায়াৎ প্রমুখ। ছবিটি নির্মাণ করেছেন মো. ইকবাল। অন্যদিকে অপু বিশ্বাসের কোনো ছবি এবার ঈদে মুক্তি পায়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD