বিশ্বকাপে মাঠে নামার আগেও ক্রিকেটে বাজে সময় কাটছিল বাংলাদেশের। তবে সেই সময় পেছনে ঠেলে গ্রুপপর্বের বৈতরণী পেরিয়ে সুপার এইটে পা রেখেছে বাংলাদেশ। এখন লক্ষ্যটা সেমিফাইনালের। যেই লক্ষ্যে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। ৬ টায় টস হওয়ার পর ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সাড়ে ৬ টায়। তবে টসের ঠিক আগ মুহূর্তে বৃষ্টি শুরু হওয়ায় বিলম্বিত হচ্ছে টস।