গ্রুপ পর্বে ৪ ম্যাচে ৩ জয় নিয়ে সুপার এইটে উঠেছিল বাংলাদেশ। যেখানে বড় অবদান বোলারদের। তবে সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাত্তা পেলো না নাজমুল হোসেন শান্তর দল। বৃষ্টি আইনে ২৮ রানে হেরে সেমি-ফাইনাল খেলার স্বপ্নটা অনেকটা ফিকে হয়ে গেলো। তবে ভারত ও আফগানিস্তানের বিপক্ষে পরের দুই ম্যাচে জিতে সেমি-ফাইনাল খেলার স্বপ্ন এখনো দেখছেন পেসার তাসকিন আহমেদ।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আজ (২১ জুন) ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের সাথে কথা বলেন টাইগার পেসার।
সেখানেই জানিয়েছেন এখনো সেমির স্বপ্ন দেখার ব্যাপারটি ভারতের বিপক্ষে পরের ম্যাচে ভেন্যুও একই। এখানকার উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো। ভারতকে হারানোর পাশাপাশি বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি হলেও সুযোগ দেখছেন তাসকিন।
তিনি বলেন, ‘অবশ্যই এখনো সুযোগ আছে। এখানে উইকেটটা বেশ ভালো, এখনো আশা হারাচ্ছি না। আমরা যদি দুইটায় দুইটা জিততে পারি তাহলে সুযোগ থাকবে।’
‘পরের ম্যাচে বৃষ্টি হলে ১-১ পয়েন্ট ভাগ হবে, শেষ ম্যাচে একটা সুযোগ থাকবে। এটা হেরে গেছি, অল্প রানের সংগ্রহ ছিল তাই তারা আগ্রাসী খেলেছে। আমরা আশাবাদী পরের ম্যাচটা যদি জিতি একটা সুযোগ থাকবে।’
তবে ভারতের মতো শক্তিশালী দলকে হারাতে ব্যাটে-বলে এক্সট্রা অর্ডিনারি কিছু যে করা লাগবে তা অস্বীকার করলেন না টাইগার পেসার।
তিনি জানান, ‘পরের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। ব্যাটিং-বোলিং দুইটাই ভালো করতে হবে। ভারত বিশ্বের অন্যতম সেরা দল। এটাতো কোনো সন্দেহ নাই ওরা অনেক ভালো দল। ওদের সাথে খেলতে হলে আমাদের এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে।’
তাসকিন এখন শুধু দলের সিনিয়র ক্রিকেটার নন, সহ-অধিনায়কও। ভারত ম্যাচের আগে দলকে কী বার্তা দিতে চান টাইগার গতি তারকা? এমন প্রশ্নের জবাবে প্রায় একই উত্তর দিলেন আরেকবার।
তার ভাষায়, ‘বার্তা একটাই, ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আমাদের এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করতে হবে। পরের ম্যাচটা হেরে গেলে আর সেমি-ফাইনালের স্বপ্ন থাকবে না। পরের ম্যাচটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর সে জন্যই ভুলের পরিমানটা কম হতে হবে। আশা করি সেরা ক্রিকেট খেললে যেকোনো কিছু হতে পারে।’