টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ১৩ ম্যাচ খেলে বাংলাদেশের জয় কেবল ১টি। ১২টিতেই জয় ভারতের। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের চারবার দেখায় কোনোটিতেই জিততে পারেনি টাইগাররা। একদিকে ব্যাটসম্যানদের রানখরা, অন্যদিকে প্রতিপক্ষে বিশ্বসেরা বোলিং লাইনআপ। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাটসম্যানদের ঘুরে দাঁড়ানো জরুরি বলছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।
ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ পূর্ববর্তী অনুষ্ঠানে তামিম বলেন, ‘ভারতের বিপক্ষে খেলাটা বাংলাদেশের জন্য সব সময় চ্যালেঞ্জিং। এই মুহূর্তে ভারত যেভাবে খেলছে, যেভাবে বল করছে সেটা দারুণ। আমরা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলিং নিয়ে কথা বলছি কিন্তু ভারতের বোলিংও বিশ্বসেরা। তারা অসাধারণ বোলিং করছে। আমার মনে হয় বাংলাদেশের রান করা জরুরি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’
বাংলাদেশ যদি আগে ব্যাট করে সেক্ষেত্রে ১৬০-৭০ রানের পুঁজি চান তামিম। ব্যাটিংবান্ধব উইকেটে ব্যাটসম্যানদের এগিয়ে আসতে বলছেন তামিম।
‘বাংলাদেশের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করাতে হবে, যা ভারতকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। বাংলাদেশের বোলিং ভালো করছে। কিন্তু ব্যাটসম্যানদের ১৬০-৭০ রানের সংগ্রহ এনে দিতে হবে। বিশেষ করে অ্যান্টিগায়, যেখানে উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে। বাংলাদেশের ব্যাটসম্যানদের তাই এগিয়ে আসতে হবে এবং বোলারদের জন্য ভারতের ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ করার মতো কিছু করতে হবে।’